
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের ভোট পর্যবেক্ষণে বেশ কিছু নিয়ম মানতে হবে। নির্বাচন কমিশনের দেয়া পাস কার্ডে এসব শর্ত লিখে দেয়া হয়েছে।
শর্তের মধ্যে আছে, কোনোভাবেই ভোটপ্রদান গোপন কক্ষে প্রবেশ করতে বা ছবি তুলতে পারবেন না তারা। একসঙ্গে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে প্রবেশ করতে এবং ১০ মিনিটের বেশি সময় অবস্থান করতে পারবেন না। ভোটকক্ষ থেকে কোনো মাধ্যমেই সরাসরি-সংবাদ সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষে নির্বাচনী কর্মকর্তা, নির্বাচনী এজেন্ট বা ভোটারদের সাক্ষাৎকার নিতে পারবেন না। কোনো নির্বাচনী সামগ্রী স্পর্শ করতে পারবেন না এবং ভোটগ্রহণ কার্যক্রমে বিঘ্ন ঘটে এমন কোনো কাজ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করতে পারবেন না। কোনো দলের বা প্রার্থীর পক্ষে প্রচারণা বা কাজ করতে পারবেন না।
ঢাকা ব্যুরো।। 







































