সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিয়াল আতঙ্কে আক্রমনের শিকার-৮

মৌলভীবাজারের বড়লেখায় শিয়ালের আক্রমণে দুই গ্রামের ৮ নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিয়ালটি অনেকের গবাদিপশু ও কামড়িয়ে আহত করেছে। গত ৩ দিন ধরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা বসিয়েছেন। ভুক্তভোগীদের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পেছন থেকে প্রত্যেককে আক্রমণ চালিয়ে ৮ জনকে কামড়িয়েছে শিয়াল। আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাগলা শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সুনামপুর গ্রামের আব্দুল হকের ছোটবোন আছারুন নেছা (৫৫), শৈলেন্দ্র দাসের স্ত্রী নীতি রানী দাস (৫২), প্রভাত চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের মন্টু দেবনাথের স্ত্রী সুমা রানী দেবী (৪৩), রমেশ দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)। একই গ্রামের বিধু নাথের গোয়াল ঘরে ঢুকে গরুর বাছুরকে ও শিয়ালে কামড়িয়েছে। সরজমিনে ঘুরে দেখা সূত্রের বরাতে সুনামপুর গ্রামের আব্দুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় তার বোন আছারুন নেছা ঘরের পাশে হাঁস উঠাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এরপর থেকে এলাকায় শিয়াল আতঙ্ক চারিদিকে বিরাজ করছে। ভয়ে অনেকেই লাঠিসোটা নিয়ে চলাচল করছেন। কখন কোথায় কার ওপর আক্রমণ করে সে আতঙ্কে রীতিমতো ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এলাকাজুড়ে।
জনপ্রিয়

শার্শায় বিএনপির আলোচনা সভা

শিয়াল আতঙ্কে আক্রমনের শিকার-৮

প্রকাশের সময় : ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
মৌলভীবাজারের বড়লেখায় শিয়ালের আক্রমণে দুই গ্রামের ৮ নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শিয়ালটি অনেকের গবাদিপশু ও কামড়িয়ে আহত করেছে। গত ৩ দিন ধরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুনামপুর ও তালুকদারপাড়া গ্রামে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। অনেকেই লাঠিসোটা নিয়ে এলাকায় পাহারা বসিয়েছেন। ভুক্তভোগীদের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত পেছন থেকে প্রত্যেককে আক্রমণ চালিয়ে ৮ জনকে কামড়িয়েছে শিয়াল। আহত সকলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পাগলা শিয়ালের আক্রমণে আহত হয়েছেন সুনামপুর গ্রামের আব্দুল হকের ছোটবোন আছারুন নেছা (৫৫), শৈলেন্দ্র দাসের স্ত্রী নীতি রানী দাস (৫২), প্রভাত চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৫) এবং তালুকদার পাড়া গ্রামের মন্টু দেবনাথের স্ত্রী সুমা রানী দেবী (৪৩), রমেশ দেবনাথের ছেলে সঞ্জয় দেবনাথ (৩৭) ও প্রমেস দেবনাথ (৬৫)। একই গ্রামের বিধু নাথের গোয়াল ঘরে ঢুকে গরুর বাছুরকে ও শিয়ালে কামড়িয়েছে। সরজমিনে ঘুরে দেখা সূত্রের বরাতে সুনামপুর গ্রামের আব্দুল হক জানান, শুক্রবার সন্ধ্যায় তার বোন আছারুন নেছা ঘরের পাশে হাঁস উঠাচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়। শিয়ালের কামড়ে তিনি গুরুতর আহত হন। পরে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। এরপর থেকে এলাকায় শিয়াল আতঙ্ক চারিদিকে বিরাজ করছে। ভয়ে অনেকেই লাঠিসোটা নিয়ে চলাচল করছেন। কখন কোথায় কার ওপর আক্রমণ করে সে আতঙ্কে রীতিমতো ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে এলাকাজুড়ে।