
‘উন্নত পল্লী,উন্নত দেশ,শেখ হাসিনার সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন (ইরেসপো)- ২য় পর্যায় প্রকল্পের আওতায় রবিবার বেলা ১২ টার সময় শার্শার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী কিশোরী সংঘের ১শ জন সদস্যকে জীবন
দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। এ সময় ১০০ জন প্রশিক্ষনার্থীর মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস,এম, শাখির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক আফিসার মো: হাফিজুর রহমান চৌধুরী শার্শা যশোর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহমান তিতাস, প্রধান শিক্ষক এ,এইচ এম গোলাম রসূল, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নাসিম উদ্দিন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কিশোরী সংঘের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 







































