মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুরুতেই টাইগারদের আঘাতে বিধ্বস্ত আফগান

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৩৬২ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশ অল আউট হলে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। আফগানদের হয়ে ব্যাটিংয়ে নামে ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক। দ্বিতীয় ওভারের শেষ বলে শরিফুলের বলে কট বিহাইন্ড হতে পারতেন জাদরান। কিন্তু ক্যাচটি নিতে ব্যর্থ হন অধিনায়ক ও উইকেটরক্ষক লিটন দাস। এর পর নিজের ওভারে একটি রান আউটের সুযোগও মিস করেন তাসকিন আহমেদ।

স্লিপে থাকা নাজমুল হোসেন সহজেই নিতে পারতেন জাদরানের ক্যাচ। কিন্তু উইকেটরক্ষক লিটন ডান দিকে ঝাঁপিয়ে পড়েন এবং ব্যর্থ হন গ্লাভসবন্দি করতে। পরের ওভারের প্রথম বলেই দৌড়ে দুই রান নিতে গিয়েও আউট হতে পারতেন ওপেনার জাদরান। কিন্তু তাসকিন থ্রো ধরতে পারলেও ভাঙতে পারেননি স্টাম্প। ফলে পর পর দুই বলে জীবন ফিরে পান জাদরান।

জাদরান অবশ্য পরে ফিরেছেন। প্রথমবার জীবন ফিরে পাওয়া শরিফুলের বলেই আউট হন তিনি। এবার আর ক্যাচ নিতে ভুল করেননি লিটন। ১৭ বলে ৬ রান করে প্রথম ওপেনার সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন রহমতশাহ।

এর পরের ওভারেই বোলিংয়ে আসেন এবাদত হোসেন। এ ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আরেক আফগান ওপেনার আব্দুল মালিক। ২০ বলে ১৭ রান করেন তিনি। এর পর আউট হন রহমতশাহ। শুরুতেই তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টায় টাইগাররা। আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

শুরুতেই টাইগারদের আঘাতে বিধ্বস্ত আফগান

প্রকাশের সময় : ০১:০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনে ৩৬২ রান করেছিল বাংলাদেশ। বাংলাদেশ অল আউট হলে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। আফগানদের হয়ে ব্যাটিংয়ে নামে ইব্রাহিম জাদরান ও আব্দুল মালিক। দ্বিতীয় ওভারের শেষ বলে শরিফুলের বলে কট বিহাইন্ড হতে পারতেন জাদরান। কিন্তু ক্যাচটি নিতে ব্যর্থ হন অধিনায়ক ও উইকেটরক্ষক লিটন দাস। এর পর নিজের ওভারে একটি রান আউটের সুযোগও মিস করেন তাসকিন আহমেদ।

স্লিপে থাকা নাজমুল হোসেন সহজেই নিতে পারতেন জাদরানের ক্যাচ। কিন্তু উইকেটরক্ষক লিটন ডান দিকে ঝাঁপিয়ে পড়েন এবং ব্যর্থ হন গ্লাভসবন্দি করতে। পরের ওভারের প্রথম বলেই দৌড়ে দুই রান নিতে গিয়েও আউট হতে পারতেন ওপেনার জাদরান। কিন্তু তাসকিন থ্রো ধরতে পারলেও ভাঙতে পারেননি স্টাম্প। ফলে পর পর দুই বলে জীবন ফিরে পান জাদরান।

জাদরান অবশ্য পরে ফিরেছেন। প্রথমবার জীবন ফিরে পাওয়া শরিফুলের বলেই আউট হন তিনি। এবার আর ক্যাচ নিতে ভুল করেননি লিটন। ১৭ বলে ৬ রান করে প্রথম ওপেনার সাজঘরে ফিরলে ব্যাটিংয়ে আসেন রহমতশাহ।

এর পরের ওভারেই বোলিংয়ে আসেন এবাদত হোসেন। এ ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আরেক আফগান ওপেনার আব্দুল মালিক। ২০ বলে ১৭ রান করেন তিনি। এর পর আউট হন রহমতশাহ। শুরুতেই তিন উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখার চেষ্টায় টাইগাররা। আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান।