
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের ধরা পড়ল বিশাল আকৃতির বাঘাইড় মাছ। মাছটি ওজন দিয়ে দেখা যায় ওজন ৩৬ কেজি ৫৭৫ গ্রাম। মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় করে।
সোমবার ( ৩ জুলাই) সকালে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাটের দুলালের আড়তে নিয়ে আসে। পরে উন্মুক্ত নিলামে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ক্রয় করেন দৌলতদিয়া ৫ নং ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট।
শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট বলেন, মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৭১৮ টাকায় ক্রয় করে আমার আড়ত ঘরে নিয়ে কুষ্টিয়ার এক ব্যবসায়ির কাছে কেজি প্রতি ১৩০০ টাকায় ৪৭ হাজার ৪৫০ টাকায় বিক্রি করি।
মেহেদী হাসান রাজবাড়ী 







































