
প্রায় ১০ বছর পর অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল পৌরসভার নির্বাচন। পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচন আচরন বিধি মেনে চলার ওপর ভ্রাম্যমান আদালত পরিচালণা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম।
আজ মংগলবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় দ্বিতীয় দিনের মত বেনাপোল পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। নির্বাচনী ক্যাম্পে চা , পান এবং সিগারেট পরিবেশন করায় আচরন বিধি লংঘনের অভিযোগে একজন কাউন্সিলর প্রার্থীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করে মোবাইল কোর্ট।
বড় ধরনের নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেজন্য প্রার্থী ও কর্মীদের সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।।
শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, বেনাপোল পৌরসভা নির্বাচনী ২০২৩ এর তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী আচরণ বিধিমালা যাতে না ঘটে সেজন্য শার্শা উপজেলা প্রশাসন সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে। সকাল থেকে রাত অবদি মোবাইল কোর্ট পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে নজরদারি করছেন। বেনাপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার -১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা -১৫ হাজার ২২৫ জন। মোট ভোট কেন্দ্র ৯ টি । তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য সব ধরনের চেস্টা অব্যাহত থাকবে।
বেনাপোল প্রতিনিধি।। 







































