
বেনাপোল পৌরসভা নির্বাচনের মাত্র ১০ দিন (১৭ জুলাই) বাকি। মেয়র প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারনায় এগিয়ে নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন। অপর ২ সতন্ত্র প্রা্র্থী মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল ঢিলে-ঢালাভাবে হাতে গোনা ৫/৭ জন সমর্থক নিয়ে প্রচার শুরু করেছেন।
নৌকার প্রার্থী নাসির উদ্দিনের প্রচার প্রচারনায় শতশত দলীয় নেতা কর্মী ও সমর্থকরা সাথে থেকে নির্বাচনী প্রচার প্রচারনা ও পথ সভায় অংশ গ্রহন করছেন। আজ মংগলবার (৪ জুলাই) বিকেলে বড় আচড়া ওয়ার্ডে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে পূর্ব নির্ধারিত কোনো কর্মসূচি ছাড়াই কয়েক হাজার মানুষ অংশ নেয় নাসির উদ্দিনের পথ সভায়। এসময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করেন।
যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মনজু , অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের শার্শা উপজেলার সভাপতি অহেদুজ্জামান অহিদ নৌকার প্রার্থী নাসির উদ্দিনকে সাথে নিয়ে প্রচার প্রচারনা চালিয়ে যাচেছ।
বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ না নিলেও সতন্ত্র প্রা্র্থী হিসেবে মফিজুর রহমান সজন ও ফারুক হোসেন উজ্জল প্রতিদ্বন্দিতা করছেন ।
বেনাপোল পৌরসভায় আগামী ১৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌর সভায় মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৩৮৭ জন। পুরুষ ভোটার -১৫ হাজার ১৬২ ও মহিলা ভোটার সংখ্যা -১৫ হাজার ২২৫ জন। মোট ভোট কেন্দ্র ৯ টি ।
বেনাপোল প্রতিনিধি।। 







































