
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে গোসল করতে নেমে মোছাঃ মুসফিফা তিথী (১০) নামের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
তিথি উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী গ্রামের মিজানুর রহমানের কন্যা। সে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী বলে জানিয়েছে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন।মেয়েটির পরিবার সুত্রে জানা যায়,
বুধবার (৫ জুলাই ) দুপুরে মুসফিফা তিথী ও আরো দুইজন শিশু সহ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সেখানে তিথি পানিতে ডুবে যায়। পরে সাথে থাকা শিশুরা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তিথিকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুর রহমান শাহিন বলেন, তিথি আমার বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী এবং সে খুব মেধাবী ছাত্রী ছিল। মেয়েটির মৃত্যুর সংবাদ শুনে আমি হতবাক ও বাকরুদ্ধ।
তাঁর মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রাথমিক শিক্ষা পরিবাবের সর্বস্তরের কর্মকতা, কর্মচারী ও শিক্ষকবৃন্দ গভীরভাবে শোকাহত।
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএসএম সায়েম বলেন, মেয়েটিকে মৃত অবস্হায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। হাসপাতালে নিয়ে আসার পর কর্ত্যব্যরত চিকিৎসক মেয়েটিকে দেখার পর তাকে মৃত ঘোষনা করেন।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবাবের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার জ্যতির্ময় চন্দ্র সরকার
মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 



















