রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৯

মেক্সিকোর ওহাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি এলাকার সড়ক থেকে গভীর খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।

বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এএফপির খবরে বলা হয়েছে, আহত ১৭ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাকার স্টেট প্রসিকিউটর বার্নান্দো রুদ্রিগেজ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।

জনপ্রিয়

“পুনাক”কতৃক শ্রীমঙ্গলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৯

প্রকাশের সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

মেক্সিকোর ওহাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস পাহাড়ি এলাকার সড়ক থেকে গভীর খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।

বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।

স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যের ভিত্তিতে এএফপির খবরে বলা হয়েছে, আহত ১৭ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওহাকার স্টেট প্রসিকিউটর বার্নান্দো রুদ্রিগেজ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকেই এই দুর্ঘটনা ঘটেছে।

খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।