
আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হচ্ছে বেনাপোল পৌর সভার নির্বাচন। প্রার্থীদের আচরন বিধি লংঘনের বিষয়টি নিশ্চিত করতে আজ সোমবার বিকেলে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী মেজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযান পরিচালনা করেছেন।
তিনি প্রার্থীদের বিভিন্ন প্রচারনা নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে তিনি প্রার্থী ও সমর্থকদের সাথে মত বিনিময় করেন। তিনি সবাইকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার জন্য আহবান জানান। নির্বাচণী আচরন বিধি না মানলে প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে সবাইকে সতর্ক করেন। নির্বাচনী তফশীল ঘোষনার পরপরই শার্শা উপজেলা প্রাশাসন বেনাপোল পোর্ট থানা পুলিশকে সাথে নিয়ে প্রতিদিনই বেনাপোল পৌর এলাকায় অভিযান পরিচালনা করেন। নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে ২ জন প্রার্থীকে জরিমানা করেছেন নির্বাহী মেজিস্ট্রেট ফারজানা ইসলাম অভিযান পরিচালনা করেছেন।
বেনাপোল প্রতিনিধি।। 







































