বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৬ তারিখের শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় -ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সরকারের উদ্দেশ্যে করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। আজ জনগণ কোন কথা বলতে পারে না বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, এক দলীয়ভাবে এই সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। বর্তমান এই অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করছে সরকার।
তিনি আরও বলেন, রোদ, ঝড়-বৃষ্টি এসব উপেক্ষা করে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করতে হবে। এই কর্মসূচি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কারণ শ্রমিক জনতার এই মহাসমাবেশ আপনার আগামী দিনের অবস্থান নির্ণয় করবে।
১১ জুলাই (মঙ্গলবার) বিকালে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। বর্তমান শাসনব্যবস্থায় অবৈধ দখলদার সরকার তাদের কর্তৃত্ব বজায় রাখতে চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের সুযোগ করে দিচ্ছে। যদি জনসমর্থিত ও জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে বর্তমান খাদ্যপণ্যের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটতো না। এই সরকারের দিন শেষ হয়ে আসছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সময় খুব কম। আমাদেরকে অতিদ্রুত নিজেদেরকে সংগঠিত করতে হবে। সমস্ত রাজনৈতিক দল ও মতকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান বলেন, গত দুটি ভোটবিহীন জাতীয় নির্বাচন করার মাধ্যমে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ আওয়ামী সরকারের সকল অপকৌশলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ এবার আর তাদের ভোটবিহীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল্লাহ বাহার,হারুন আল রশীদ, সেলিম রেজা , মোঃ আসলাম, মাঈনুদ্দিন রাশেদ,,হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মূর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ দুলাল, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন,দিদার হোসেন, মোখলেছুর রহমান, তাজুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুর আলম, অর্থনীতি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মানবাধিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সহ-দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, আকবরশাহ্ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন.মোহাম্মদ রিমন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান টুটুল,চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদুওয়ানুল হক, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুজ্জামান শহীদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্কান্দর মির্জা সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
জনপ্রিয়

শায়খ সাঈদ আনোয়ার মোবারকী (মা.জি.আ.)-এর দর্শন

৬ তারিখের শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় -ডা. শাহাদাত হোসেন

প্রকাশের সময় : ০৮:৫৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সরকারের উদ্দেশ্যে করে বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। আজ জনগণ কোন কথা বলতে পারে না বাকস্বাধীনতা নেই, গণতন্ত্র নেই, এক দলীয়ভাবে এই সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে। বর্তমান এই অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করছে সরকার।
তিনি আরও বলেন, রোদ, ঝড়-বৃষ্টি এসব উপেক্ষা করে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করতে হবে। এই কর্মসূচি বাস্তবায়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। কারণ শ্রমিক জনতার এই মহাসমাবেশ আপনার আগামী দিনের অবস্থান নির্ণয় করবে।
১১ জুলাই (মঙ্গলবার) বিকালে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে আগামী ১৬ জুলাই চট্টগ্রামে শ্রমিক জনতার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। বর্তমান শাসনব্যবস্থায় অবৈধ দখলদার সরকার তাদের কর্তৃত্ব বজায় রাখতে চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের সুযোগ করে দিচ্ছে। যদি জনসমর্থিত ও জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে বর্তমান খাদ্যপণ্যের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটতো না। এই সরকারের দিন শেষ হয়ে আসছে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, সময় খুব কম। আমাদেরকে অতিদ্রুত নিজেদেরকে সংগঠিত করতে হবে। সমস্ত রাজনৈতিক দল ও মতকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দূর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান বলেন, গত দুটি ভোটবিহীন জাতীয় নির্বাচন করার মাধ্যমে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা আবারো একটি ভোটারবিহীন নির্বাচনের স্বপ্ন দেখছে। কিন্তু তাদের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। জনগণ আওয়ামী সরকারের সকল অপকৌশলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই জনগণ এবার আর তাদের ভোটবিহীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন হতে দিবে না।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহিদুল্লাহ বাহার,হারুন আল রশীদ, সেলিম রেজা , মোঃ আসলাম, মাঈনুদ্দিন রাশেদ,,হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মূর্তজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, গোলাম সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ দুলাল, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন,দিদার হোসেন, মোখলেছুর রহমান, তাজুল ইসলাম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইকবাল হোসেন রুবেল, প্রচার সম্পাদক আকবর হোসেন মানিক, সাহিত্য সম্পাদক লুৎফর রহমান জুয়েল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নুর আলম, অর্থনীতি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, মানবাধিকার সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সহ-দফতর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, আকবরশাহ্ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন.মোহাম্মদ রিমন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আলম শফি, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ দুলাল, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজিদ হাসান রনি, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান টুটুল,চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদুওয়ানুল হক, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুজ্জামান শহীদ, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইস্কান্দর মির্জা সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।