
বরগুনার তালতলীতে গাঁজা সেবনের দায়ে মো. রেজাউল (২৪) নামের যুবককে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শনিবার(১৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত আনোয়ার তুমপা কারাদণ্ডের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত রেজাউল উপজেলার ছাতনপাড়া এলাকা হানিফ খলিফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,উপজেলার মালিপাড়া এলাকায় গাঁজা ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ঐ এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালায়। এসময় গাঁজা সেবক অবস্থায় মো. রেজাউল(২৪) নামের এক যুবককে আটক করা হয় ও তার সাথে ৩ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের কাছে সোপর্দ করা হলে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন,গাঁজা সেবন কালে রেজাউল নামে এক যুবককে আটক করা হয়ে। তাকে ভ্রাম্যমান আদাল এক মাসে কারাদণ্ড দিয়েছে ও কারাগারে পাঠানো হয়েছে।
মিজানুর রহমান,,তালতলী(বরগুনা)সংবাদদাতা 






































