
কখনও গুজরাট, কখনও দিল্লি, কখনও আবার মুম্বই— তাঁরা যে কখন কোথায় থাকছেন নিজেরাই জানেন না। কথা হচ্ছে আলিয়া ভট্ট এবং রণবীর সিংহের। নায়ক-নায়িকা বর্তমানে ব্যস্ত তাঁদের আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র প্রচার নিয়ে। চার বছর আগে তাঁদের একসঙ্গে দেখেছিলেন দর্শক। ছবির নাম ছিল ‘গলি বয়’। মাঝে অনেক পরিবর্তন এসেছে। ভয়াবহ করোনা পরিস্থিতি অতিক্রম করেছে মানুষ। অন্য দিকে আলিয়া বিয়ে করেছেন মনের মানুষ রণবীর কপূরকে।
ইতিমধ্যে মা-ও হয়েছেন তিনি। কয়েক যুগ আগে মানুষের ধারণা ছিল যে বিয়ে হয়ে যাওয়ার পর বা সন্তান জন্মের নায়িকাদের কেরিয়ার অনেকটাই পিছনে চলে যায়। যদিও সেই সব ধারণা এখন অতীত। দর্শকের কাছে অন্য দৃষ্টান্ত তৈরি করেছেন করিনা কপূর, আলিয়ারা।
বার্তাকন্ঠ অনলাইন ডেস্ক : 







































