
জামালপুরের বকশীগঞ্জে একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসাসীকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বুধবার সকাল ১১ বকশীগঞ্জ জামালপুর মহা সড়কে নিলক্ষিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজারের এলাকা বাসীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মমানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়। এতে বক্তব্য রেখেছেন জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ,জানকিপুর গ্রামের সাইফুল ইসলাম লেবু,সোহেল রানা,রাছেল,রাকিব,ও সেলিনা বেগম।
এসময় বক্তব্যরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন একাধিক মাদক মামলার আসামী চিহ্নিত আশরাফ আলী ওরফে প্রভাতুকে সহ অন্যান মাদক ব্যবসায়িকে গ্রেফতার দাবি জানান। তারা আরো বলেন মাদক ব্যবসায়ী কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাই। তা নাহলে আমাদের এলাকাটি মাকদমুক্ত কখনো সম্ভব হবে না।
আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।। 







































