বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের নারী ফুটবলাদের যত দাবিদাওয়া

কিছু দিন আগেই ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা। সামনে এশিয়ান গেমস। গুরুত্বপূর্ণ খেলা এই সময় আবার ছুটিতে গেছেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবলাররা।

আন্তর্জাতিক ম্যাচ নাই নাই করলেন ফুটবলাররা। বহু চেষ্টার পর নেপালকে এনে ফিফা টায়ার-১ দুই ম্যাচ সিরিজ খেলানো হলো। তারপরই নাকি ছুটির কথা তুলেছেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘ওরা আগেই ছুটি চেয়েছিল। সামনে এশিয়ান গেমস। অনেক দিন ব্যস্ত থাকবে। তাই সবাই বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আসতে চায়। আমরা ছুটি দিয়েছি।’

সবই ঠিক। কিন্তু ছুটিতে যাওয়ার আগে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা বেতন বৃদ্ধি করার দাবি জানিয়ে গেছেন। এতোদিন মৌখিকভাবে বলেছেন। এবার লিখিতভাবে জানিয়েছেন। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও জানিয়েছেন সাবিনারা একটা চিঠি দিয়েছেন।

খেলোয়াড়রা বেতন বৃদ্ধি করতে অনুরোধ করেছেন। তারা ৫০ হাজার টাকা মাসিক বেতন চায়। চার মাস অন্তর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে চায়। ক্যাম্পে সিনিয়র ফুটবলার আছেন ২৯ জন। এই ২৯ জনই বেতন বাড়ানের পক্ষে। অধিনায়ক সাবিনা খাতুন সভাপতি সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন।

খেলোয়াড়রা গিয়ে সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড রুমে। তারা খেলার বুট দাবি করেছেন। বুট নিয়ে আগেই কথা হয়েছে। কিন্তু বুট দেবে না বলে আগেই জানিয়েছেন সাবিনা। তারপরও নতুন দাবিদাওয়ায় পুনরায় বুট দেওয়ার কথাটি যুক্ত করা হয়েছে। বাফুফের সভাপতি সব সময় বলে আসছেন মেয়েদের দাবি যুক্তিসংগত। আমার মন চায় আরো বেশি, করে ওদের জন্য করি। কিন্তু আমারও তো সামর্থ্য থাকতে হবে। বড় বাজেট সংগ্রহ হওয়া পর্যন্ত সালাহউদ্দিন নিজেই প্রতি মাসে খেলোয়াড়দেরকে বাড়তি টাকা দিয়ে আসছিলেন। কিন্তু সেটিই বা কত দিন দেবেন। ফুটবলাররা চান একটা স্থায়ী সমাধান।

নারী ফুটবলাররা ৫০ হাজার টাকা মাসিক বেতন দাবি করতে গিয়ে তাদের পরিবারের কথা তুলে এনেছেন। এই দুর্মূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে কঠিন লড়াই করতে হবে। খেলোয়াড়দের পরিবার থেকেও চাপ আছে।  ৫০ হাজার টাকা হবে কি হবে না সেটা বলা কঠিন। তবে ৩০ হাজার হতে পারে। এখনো কোনো নিশ্চয়তা নেই। একটি সূত্র জানায়, বাফুফে সভাপতি সাবিনাদেরকে জানিয়েছেন তারা যে দাবিদাওয়া তুলে চিঠি দিয়েছেন, সেটি বাফুফের বোর্ড সভায় তুলবেন। সেখানে যে সিদ্ধান্ত হবে সেটি জানিয়ে দেওয়া হবে জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের।

ক্যাম্পের সিনিয়র ফুটবলাররা ১০ দিনের ছুটিতে গেছেন। ১ আগস্ট এশিয়ান গেমসের জন্য ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। বাফুফের পরবর্তী সভায় সিদ্ধান্ত হতে পারে।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান পল স্মলি তার সহযোগী নারী দলের সঙ্গে কাজ করেননি এবং আইভান রাজলগকে নারী ফুটবলে কাজ করেননি বলে তাকে শোকজ করা হয়েছিল। দুই দিন আগে আইভানকে ডেকে নিয়ে কথা বলেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। জানা গেছে আইভান প্রথমে ছেলেদের ফুটবল ক্যাম্পের কথা বলেছিলেন। সালাহউদ্দিনের নির্দেশে আইভান নারী দলের সঙ্গে কাজ শুরু করেছেন। সাবিনাদের কোচ মাহবুবুর রহমান লিটু জানালেন আইভান তাদের সঙ্গে কাজ শুরু করেছেন।

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ সিং

বাংলাদেশের নারী ফুটবলাদের যত দাবিদাওয়া

প্রকাশের সময় : ১০:৩১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

কিছু দিন আগেই ছুটি কাটিয়ে ক্যাম্পে ফিরেছেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা। সামনে এশিয়ান গেমস। গুরুত্বপূর্ণ খেলা এই সময় আবার ছুটিতে গেছেন সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের নারী ফুটবলাররা।

আন্তর্জাতিক ম্যাচ নাই নাই করলেন ফুটবলাররা। বহু চেষ্টার পর নেপালকে এনে ফিফা টায়ার-১ দুই ম্যাচ সিরিজ খেলানো হলো। তারপরই নাকি ছুটির কথা তুলেছেন ক্যাম্পে থাকা ফুটবলাররা। নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বললেন, ‘ওরা আগেই ছুটি চেয়েছিল। সামনে এশিয়ান গেমস। অনেক দিন ব্যস্ত থাকবে। তাই সবাই বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে আসতে চায়। আমরা ছুটি দিয়েছি।’

সবই ঠিক। কিন্তু ছুটিতে যাওয়ার আগে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা বেতন বৃদ্ধি করার দাবি জানিয়ে গেছেন। এতোদিন মৌখিকভাবে বলেছেন। এবার লিখিতভাবে জানিয়েছেন। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও জানিয়েছেন সাবিনারা একটা চিঠি দিয়েছেন।

খেলোয়াড়রা বেতন বৃদ্ধি করতে অনুরোধ করেছেন। তারা ৫০ হাজার টাকা মাসিক বেতন চায়। চার মাস অন্তর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে চায়। ক্যাম্পে সিনিয়র ফুটবলার আছেন ২৯ জন। এই ২৯ জনই বেতন বাড়ানের পক্ষে। অধিনায়ক সাবিনা খাতুন সভাপতি সালাহউদ্দিনের সঙ্গে দেখা করেছেন।

খেলোয়াড়রা গিয়ে সালাহউদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বোর্ড রুমে। তারা খেলার বুট দাবি করেছেন। বুট নিয়ে আগেই কথা হয়েছে। কিন্তু বুট দেবে না বলে আগেই জানিয়েছেন সাবিনা। তারপরও নতুন দাবিদাওয়ায় পুনরায় বুট দেওয়ার কথাটি যুক্ত করা হয়েছে। বাফুফের সভাপতি সব সময় বলে আসছেন মেয়েদের দাবি যুক্তিসংগত। আমার মন চায় আরো বেশি, করে ওদের জন্য করি। কিন্তু আমারও তো সামর্থ্য থাকতে হবে। বড় বাজেট সংগ্রহ হওয়া পর্যন্ত সালাহউদ্দিন নিজেই প্রতি মাসে খেলোয়াড়দেরকে বাড়তি টাকা দিয়ে আসছিলেন। কিন্তু সেটিই বা কত দিন দেবেন। ফুটবলাররা চান একটা স্থায়ী সমাধান।

নারী ফুটবলাররা ৫০ হাজার টাকা মাসিক বেতন দাবি করতে গিয়ে তাদের পরিবারের কথা তুলে এনেছেন। এই দুর্মূল্যের বাজারে সংসার চালাতে গিয়ে কঠিন লড়াই করতে হবে। খেলোয়াড়দের পরিবার থেকেও চাপ আছে।  ৫০ হাজার টাকা হবে কি হবে না সেটা বলা কঠিন। তবে ৩০ হাজার হতে পারে। এখনো কোনো নিশ্চয়তা নেই। একটি সূত্র জানায়, বাফুফে সভাপতি সাবিনাদেরকে জানিয়েছেন তারা যে দাবিদাওয়া তুলে চিঠি দিয়েছেন, সেটি বাফুফের বোর্ড সভায় তুলবেন। সেখানে যে সিদ্ধান্ত হবে সেটি জানিয়ে দেওয়া হবে জাতীয় দলের ক্যাম্পে থাকা ফুটবলারদের।

ক্যাম্পের সিনিয়র ফুটবলাররা ১০ দিনের ছুটিতে গেছেন। ১ আগস্ট এশিয়ান গেমসের জন্য ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। বাফুফের পরবর্তী সভায় সিদ্ধান্ত হতে পারে।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছেড়ে যাওয়া অস্ট্রেলিয়ান পল স্মলি তার সহযোগী নারী দলের সঙ্গে কাজ করেননি এবং আইভান রাজলগকে নারী ফুটবলে কাজ করেননি বলে তাকে শোকজ করা হয়েছিল। দুই দিন আগে আইভানকে ডেকে নিয়ে কথা বলেছেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। জানা গেছে আইভান প্রথমে ছেলেদের ফুটবল ক্যাম্পের কথা বলেছিলেন। সালাহউদ্দিনের নির্দেশে আইভান নারী দলের সঙ্গে কাজ শুরু করেছেন। সাবিনাদের কোচ মাহবুবুর রহমান লিটু জানালেন আইভান তাদের সঙ্গে কাজ শুরু করেছেন।