রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মাসখানেক ধরেই চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ পায়। এরমধ্যেই তাকে অপসারণের খবর এলো।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, আজ কিন গ্যাংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে।

৫৭ বছর বয়সী এই নেতাকে মাসখানেক ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিলো গত ২৫শে জুন।

চীনে কোনো ধরণের ব্যাখ্যা ছাড়াই উচ্চ পর্যায়ের ব্যক্তিদের এমন হুটহাট নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। অনেক সময় পরে দেখা যায় তারা অপরাধ তদন্তের আওতায় রয়েছেন।

আবার অনেক সময় তারা অন্তর্ধানে যান ও পরে ফিরে আসেন জনসমক্ষে। কিন্তু দৃশ্যপটের বাইরে থাকার কারণ সম্পর্কে তারা কিছু বলেন না।

জনপ্রিয়

খালেদা জিয়া অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

পদ হারালেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং

প্রকাশের সময় : ০৬:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মাসখানেক ধরেই চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ পায়। এরমধ্যেই তাকে অপসারণের খবর এলো।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বলছে, আজ কিন গ্যাংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আইনসভা ওয়াং ইকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের পক্ষে ভোট দিয়েছে।

৫৭ বছর বয়সী এই নেতাকে মাসখানেক ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। তার সর্বশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিলো গত ২৫শে জুন।

চীনে কোনো ধরণের ব্যাখ্যা ছাড়াই উচ্চ পর্যায়ের ব্যক্তিদের এমন হুটহাট নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। অনেক সময় পরে দেখা যায় তারা অপরাধ তদন্তের আওতায় রয়েছেন।

আবার অনেক সময় তারা অন্তর্ধানে যান ও পরে ফিরে আসেন জনসমক্ষে। কিন্তু দৃশ্যপটের বাইরে থাকার কারণ সম্পর্কে তারা কিছু বলেন না।