এই তো কয়েকদিন আগের কথা। ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১০৭ রানের অসাধারণ ইনিংস খেললেন ফারজানা। এটাই মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে প্রথম সেঞ্চুরির ঘটনা। ওই কীর্তির পর এবার র্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস তার। ক্যারিয়ারের প্রথম শতকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন ফারজানা। তাতে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন এই ওপেনার।
ফারজানার আগে শীর্ষ ২০-এ বাংলাদেশের কোনও প্রতিনিধি ছিল না। তার আগে ব্যাটিংয়ে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালে এই ব্যাটার উঠেছিলেন ২৫ নম্বরে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে চমক আছে আরও। নতুন র্যাঙ্কিংয়ে মেয়েদের ক্রিকেট পেয়েছে নতুন নাম্বার ওয়ান। এক নম্বরে জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। অস্ট্রেলিয়ার বেথ মুনিকে পেছনে ফেলে প্রথমবার র্যাঙ্কিংয়ের চূড়ায় বসেছেন এই ইংলিশ অলরাউন্ডার।
স্পোর্টস ডেস্ক।। 








































