মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

৮০৭ ছাগল দিয়ে মেসিকে অভিনব সম্মাননা

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নতুন ঠিকানা ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। বিশ্বকাপজয়ী এই তারকাকে নিয়ে বেশ মেতে উঠেছে মায়ামি। তাই গ্রেট অফ অল টাইম (গোট) খ্যাত এই ফুটবলারকে বরণ করে নিতে অভিনব এক পন্থা অবলম্বন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস। তাকে সম্মান জানাতে ৮০৭ ছাগল দিয়ে অভিনব প্রচারণা করল প্রতিষ্ঠানটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, অভিষেকেই দুর্দান্ত এক গোল দিয়ে পথচলা শুরু করেন মেসি। সেই গোলটি মেসির ক্যারিয়ারের ৮০৮তম গোল। অভিষেকের আগে মেসির গোলসংখ্যা ছিল ৮০৭। মূলত মেসির এমন রাজকীয় অভিষেক উদযাপনের পাশাপাশি তাকে স্বাগত জানাতে অভিনব এক প্রচারণা করে সবাইকে তাক লাগিয়ে দিল জনপ্রিয় ফুড ও বেভারেজ কোম্পানি লেইস।

৮০৭ ছাগল দিয়ে মেসির মুখ তৈরি করল প্রতিষ্ঠানটি। যা দেখে হতবাক পুরো ফুটবল বিশ্ব। ছাগলগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যা ওপর দেখে দেখে মেসির মুখ বলে মনে হচ্ছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই ভিডিওটি পোস্ট করে লেইস। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরাও এমন প্রচারণার প্রশংসা করেছেন।

ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে নতুন অধ্যায়ের শুরু করেন মেসি। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই দলকে জয়খরা কাটান মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে শুধু দলকে জেতাননি মেসি, দিয়েছেন শ্রেষ্ঠত্বের প্রমাণ।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

৮০৭ ছাগল দিয়ে মেসিকে অভিনব সম্মাননা

প্রকাশের সময় : ০৯:২২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে নতুন ঠিকানা ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন মেসি। বিশ্বকাপজয়ী এই তারকাকে নিয়ে বেশ মেতে উঠেছে মায়ামি। তাই গ্রেট অফ অল টাইম (গোট) খ্যাত এই ফুটবলারকে বরণ করে নিতে অভিনব এক পন্থা অবলম্বন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস। তাকে সম্মান জানাতে ৮০৭ ছাগল দিয়ে অভিনব প্রচারণা করল প্রতিষ্ঠানটি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, অভিষেকেই দুর্দান্ত এক গোল দিয়ে পথচলা শুরু করেন মেসি। সেই গোলটি মেসির ক্যারিয়ারের ৮০৮তম গোল। অভিষেকের আগে মেসির গোলসংখ্যা ছিল ৮০৭। মূলত মেসির এমন রাজকীয় অভিষেক উদযাপনের পাশাপাশি তাকে স্বাগত জানাতে অভিনব এক প্রচারণা করে সবাইকে তাক লাগিয়ে দিল জনপ্রিয় ফুড ও বেভারেজ কোম্পানি লেইস।

৮০৭ ছাগল দিয়ে মেসির মুখ তৈরি করল প্রতিষ্ঠানটি। যা দেখে হতবাক পুরো ফুটবল বিশ্ব। ছাগলগুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যা ওপর দেখে দেখে মেসির মুখ বলে মনে হচ্ছে। নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পেজে এই ভিডিওটি পোস্ট করে লেইস। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। নেটিজেনরাও এমন প্রচারণার প্রশংসা করেছেন।

ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে নতুন অধ্যায়ের শুরু করেন মেসি। ম্যাচের ৫৪তম মিনিটে বদলি হিসেবে নেমেই দলকে জয়খরা কাটান মেসি। ম্যাচের ৯৪তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে শুধু দলকে জেতাননি মেসি, দিয়েছেন শ্রেষ্ঠত্বের প্রমাণ।