
বাগেরহাটের শরণখোলায় ইউএসএআইডি ইকোসিস্টেম/প্রতিবেশ এ্যাকটিভিটি ও শরণখোলা সহ-ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্দ্যোগে জেজেএস উন্নয়ন কেন্দ্র, তাফালবাড়ী, শরণখোল রেঞ্জ এ বন টহল দলের (দুই) দিন ব্যাপি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সরাসরি তত্বাবধানে দুই দিন ব্যাপি প্রশিক্ষণে শরণখোলা রেঞ্জ এর কমিউনিটি টহল দলের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
সাধারনত বনে যারা টহল প্রদান করেন তারা টহলের সময় যদি কোন ধরণের অনাকাংখিত বিপদের সম্মুখীন হন। বিপদাপন্ন টহল সদস্যকে যেভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সুস্থ করবেন; সে লক্ষ্যেই কমিউনিটি টহল দলের মোট ২৫ জন এই প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ওবায়দুল ফাত্তাহ তানভীর, কমিউনিকেশনস ম্যানেজার, মহিবুর রহমান সাগর বিন হাবীব, কেপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট, অমিত মল্লিক, পাবলিকেশনস স্পেশালিস্ট, প্রতিবেশ প্রকল্প এবং মোঃ আরিফুর রহমান, সাইট অফিসার, শরণখোলা, বাগেরহাট। উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ হতে উপস্থিত ছিলেন মুখ্য প্রশিক্ষক জনাব মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, জুনিয়র সহকারী পরিচালক, প্রশিক্ষণ বিভাগ ।
শরণখোলা বাগেরহাট প্রতিনিধিঃ 







































