
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকাগামী এনা পরিবহনের চাপায় ৩ মটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে উপজেলার আন্ধারিঝাড় বাজারের পাশে এই দূর্ঘটনাটি ঘটে।
মৃত ৩ ব্যক্তি নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আকতার হোসেন এর ছেলে সাগর আলী (২৫), শহিদুল ইসলামের ছেলে শাহিন আলী (২৭) ও ট্রলি ড্রাইভার সুমন মিয়া (২৫)।
জানা যায়, শুক্রবার (২৮ জুলাই ) রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে একটি মটরসাইকেল যোগে ৩ জন বাড়ি ফিরছিলেন। আন্ধারিঝাড় বাজার পার হয়ে অটো মিলের সামনে পৌছলে ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ঢাকাগামী একটি বাস পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ মটরসাইকেল আরোহী মারা যান। বাসটি দ্রুতগামি হওয়ায় আটক করা সম্ভব হয়নি।
এনা পরিবহনের বাসটির বেপরোয়া গতির কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে এমন দাবি তুলে এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করে। পরে খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে এলাকাবাসি রাস্তা অবরোধ তুলে নেয়।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, ঘটনাস্থলেই ৩ মটরসাইকেল আরোহী মারা যান।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোঃ কামরুল হাসান কাজল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ 







































