
“বাঘ করি সংরক্ষণ সমৃদ্ধ হবে সুন্দরবন”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মোংলা চাঁদপাই রেন্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ২৯(জুলাই) শনিবার সকাল ১০ টায় সুন্দরবন সংলগ্ন জয়মনি বাজারের চাঁদপাই রেন্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন পূর্ব বন বিভাগ চাঁদপাই রেঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা জনাব মুহাম্মদ বেলায়েত হোসেন,প্রধান অতিথির বক্তব্য রাখেন বন সংরক্ষণ সার্কেল খুলনা জনাব মিহির কুমার দো,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মোংলা উপজেলা ভূমি অফিসার হাবিবুর রহমান,চাঁদপাই রেন্জ কর্মকর্তা রানা দেব,চিলা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মিহির কুমার ভান্ডার, সহ-ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মো.অলিয়ার সরদার প্রমুখ।
অনুষ্ঠানে সুন্দরবন সুরক্ষা সহ-ব্যাবস্থাপনা কমিটি,বাঘ বন্ধু, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি),কমিউনিটি পেট্রালিং গ্রুপ (সিপিজি),স্থানীয় পিপলস ফোরাম ভিসিএফ ও সুন্দরবনের উপর নির্ভশীল বনজীবিরা উপস্থিত ছিলেন।
মোঃ মারুফ বাবু, মোংলা(বাগেরহাট)প্রতিনিধিঃ 







































