
ইউক্রেনের ক্রিভি-রিহ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অনন্ত ছয়জন নিহত হয়েছে, তাদের মধ্যে ১০ বছরের শিশু ও তার মাও রয়েছে। খবর বিবিসির। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সোমবার একটি বহুতল ভবনে ও একটি বিশ্ববিদ্যালয়ে রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করা হয়। এতে অনন্ত ৬৯ জন আহত হয়।
আঞ্চলিক গভর্নর সের্হি লাইসাক এই ঘটনার জন্য একদিনের শোক দিবস ঘোষণা করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রাইভি রিহ এবং রুশ ধারাবাহিক হামলার টার্গেট এই শহর।
জুন মাসে, রাশিয়া বেসামরিক ভবনগুলোতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলায় এই শহরের ১১ জন নিহত এবং ২৮ জন আহত হয়।
সর্বশেষ হামলায় শিশুসহ অনেক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার পরেই এই হামলার ঘটনা ঘটে।
জেলেনস্কির পোস্ট করা একটি ভিডিওতে দেখানো হয়েছে, এই হামলার কারণে অনেক উঁচু ভবন সম্পূর্ণভাবে ভেঙে যায়। প্রায় ১৫০ জন বিস্ফোরণ থেকে অক্ষত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































