
ভারতের বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যে একটি মুসলিম বস্তি গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের সাম্প্রদায়িক দাঙ্গাকবলিত অঞ্চল গুরগাঁও জেলার নুহ শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত তারাউ নামে একটি এলাকায় এ বস্তি উচ্ছেদ করা হয়।
চলমান এ সাম্প্রদায়িক সহিংসতার মধ্যেই শুক্রবার জুমার নামাজ মসজিদের বদলে নিজ নিজ বাড়িতে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাঙ্গার আশঙ্কায় এ আহ্বান জানিয়েছে স্থানীয় মুসলিম কাউন্সিল। সোমবার এক ধর্মীয় শোভাযাত্রার সময় থেকে অঞ্চলটিতে সহিংসতা শুরু হয়।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































