
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তার আওতায় জামালপুরের বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক ইমরান আহমেদ ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আগা সাইয়ুম, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন,মেরুরচর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিক, বকশীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর কবির আলমাসসহ স্থানীয় সাংবাদিক ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দে উপজেলায় ৪০ জন সমতল ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে ।
“” শিক্ষা উপকরণ বিতরণের পূর্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন জামালপুর জেলার নবাগত জেলা প্রশাসক ইমরান আহমেদ। মতবিনিময়ে জেলা প্রশাসক তার বক্তব্য জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন।
স্মার্ট বাংলাদেশ গঠন, বকশীগঞ্জকে মডেল উপজেলা হিসেবে উন্নীতকরণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনায় করেন।
আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ প্রতিনিধি। 







































