মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ,ট্রফি এখন বাংলাদেশে

বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। গত রবিবার রাতে শ্রীলংকা থেকে ঢাকায় এসেছে সোনালি ট্রফিটি। গতকাল ছিল দ্বিতীয় দিন। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাখা হয়েছিল ট্রফি। ক্রিকেটাররা ফটোসেশনে অংশ নেবেন বলে একটু আগেভাগেই তারা মিরপুরে চলে এসেছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে ড্রেসিংরুম থেকে ট্রফি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নির্ধারিত মঞ্চে আসেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অন্য সতীর্থরা সেখানে ছিলেন। তবে তামিম ইকবালকে দেখা যায়নি। ট্রফির সামনে দলগত ফটোসেশনে অংশ নেন মুশফিক, তাসকিন, তাইজুলরা। এর পর এককভাবেও ছবি তুলেছেন অনেক ক্রিকেটার। শামীম পাটোয়ারীকে দেখা গেল ট্রফিতে চুম্বন এঁকে দিতে। ভারতে অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ। উপমহাদেশে খেলা হওয়ায় এবার বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। ফটোসেশনের পর আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে নিজের অনুভূতি জানিয়েছেন মুশফিক। তার আশা আসন্ন বিশ্বকাপে আরও ভালো খেলবে দল।

তিনি বলেন, ‘আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলতে পারি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করার।’

তিনি আরও বলেন, ‘সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’

তাসকিন, মোস্তাফিজ, হাসান, শরিফুলদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ এখন যথেষ্ট সমৃদ্ধ। পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপ ট্রফি নিয়ে একক ফটোসেশন করেছেন এই পেসার।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা শুনতে খুব আনন্দের যে, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। মিডিয়া প্লাজায় তারা দলগত ফটোসেশনে অংশ নেন। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আগে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’ নিগারের আশা সাকিব-মুশফিকদের নিয়ে গড়া বাংলাদেশ দল আসন্ন বিশ্বকাপে ভালো ফল এনে দেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে প্রত্যাশা অনেক বেশি। আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। তাদের কাছ থেকে আমরা সেরাটাই আশা করব।’

মিডিয়া প্লাজায় নারী ক্রিকেট দল ছাড়াও সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, বিকেএসপির শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সমর্থকরা ট্রফির সামনে ছবি তোলার সুযোগ পান। সেখানে ছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তার আশা, এবারের বিশ^কাপে ভালো কিছু করবে বাংলাদেশ দল।

তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের ক্রিকেটে। আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। অবশ্য আশানুরূপ ফল হয়নি। এবার ফলটা চাই।’ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। তবে রোমাঞ্চিত হাবিবুল বাশার এখন থেকেই বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছেন।

তিনি বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর তাহলে আরও ভালো লাগবে। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’

উল্লেখ্য, আজ বসুন্ধরা শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ^কাপ ট্রফি রাখা হবে সাধারণ দর্শকদের জন্য। তিন দিনের ভ্রমণ শেষে বাংলাদেশ থেকে বিশ^কাপ ট্রফি যাবে কাতারে।

জনপ্রিয়

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় বেনাপোলে বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

ভারতে অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ,ট্রফি এখন বাংলাদেশে

প্রকাশের সময় : ১০:১৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। গত রবিবার রাতে শ্রীলংকা থেকে ঢাকায় এসেছে সোনালি ট্রফিটি। গতকাল ছিল দ্বিতীয় দিন। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাখা হয়েছিল ট্রফি। ক্রিকেটাররা ফটোসেশনে অংশ নেবেন বলে একটু আগেভাগেই তারা মিরপুরে চলে এসেছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে ড্রেসিংরুম থেকে ট্রফি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নির্ধারিত মঞ্চে আসেন মুশফিকুর রহিম। জাতীয় দলের অন্য সতীর্থরা সেখানে ছিলেন। তবে তামিম ইকবালকে দেখা যায়নি। ট্রফির সামনে দলগত ফটোসেশনে অংশ নেন মুশফিক, তাসকিন, তাইজুলরা। এর পর এককভাবেও ছবি তুলেছেন অনেক ক্রিকেটার। শামীম পাটোয়ারীকে দেখা গেল ট্রফিতে চুম্বন এঁকে দিতে। ভারতে অক্টোবরে শুরু হবে বিশ্বকাপ। উপমহাদেশে খেলা হওয়ায় এবার বড় স্বপ্নই দেখছে বাংলাদেশ। ফটোসেশনের পর আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে নিজের অনুভূতি জানিয়েছেন মুশফিক। তার আশা আসন্ন বিশ্বকাপে আরও ভালো খেলবে দল।

তিনি বলেন, ‘আমি অনেক ভাগ্যবান, গত চারটা বিশ্বকাপ খেলেছি। যদি এ বছর (বিশ্বকাপ) খেলতে পারি, তাহলে অবশ্যই চাইব গত চার বিশ্বকাপের চেয়েও বেশি ভালো ফল করার।’

তিনি আরও বলেন, ‘সব নির্ভর করবে নির্দিষ্ট দিনে আমরা কত ভালো করতে পারি। এটা গুরুত্বপূর্ণ আমরা যেন ভালো শুরু করতে পারি। যেহেতু একটা অভিজ্ঞ দল এবং ধারাবাহিক ভালো ক্রিকেট গত চার-পাঁচ বছর খেলছি, আশা করাই যায় অনেক স্পেশাল কিছু বা একটা ফল যেন করতে পারি।’

তাসকিন, মোস্তাফিজ, হাসান, শরিফুলদের নিয়ে গড়া বাংলাদেশের পেস আক্রমণ এখন যথেষ্ট সমৃদ্ধ। পেস আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি। বিশ্বকাপ ট্রফি নিয়ে একক ফটোসেশন করেছেন এই পেসার।

নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটা শুনতে খুব আনন্দের যে, আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে। এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ।’

বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররাও। মিডিয়া প্লাজায় তারা দলগত ফটোসেশনে অংশ নেন। নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আগে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’ নিগারের আশা সাকিব-মুশফিকদের নিয়ে গড়া বাংলাদেশ দল আসন্ন বিশ্বকাপে ভালো ফল এনে দেবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে প্রত্যাশা অনেক বেশি। আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। তাদের কাছ থেকে আমরা সেরাটাই আশা করব।’

মিডিয়া প্লাজায় নারী ক্রিকেট দল ছাড়াও সাবেক ক্রিকেটার, বিসিবি সংশ্লিষ্টরা, বিকেএসপির শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সমর্থকরা ট্রফির সামনে ছবি তোলার সুযোগ পান। সেখানে ছিলেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার। তার আশা, এবারের বিশ^কাপে ভালো কিছু করবে বাংলাদেশ দল।

তিনি বলেন, ‘বিশ্বকাপ খেলাটাই আসলে বিশেষ একটা কিছু। প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিনে দিনে আশা বাড়ছে। আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আর এবারের বিশ্বকাপটা আবার শুরু করছি। আশা প্রতিবার পরিবর্তন হচ্ছে। আর এবার আমার মনে হয় আশাটা সবারই একটু বেশি। কারণ গত দুই বছর ধরে খুব ভালো খেলছি আমরা ৫০ ওভারের ক্রিকেটে। আমি এবার শুধু ভালো খেলতে চাই না, ভালো কিছু করতে চাই। এর আগেও আমরা ভালো খেলেছি বিশ্বকাপে। অবশ্য আশানুরূপ ফল হয়নি। এবার ফলটা চাই।’ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। তবে রোমাঞ্চিত হাবিবুল বাশার এখন থেকেই বিশ্বকাপের উত্তাপ টের পাচ্ছেন।

তিনি বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর তাহলে আরও ভালো লাগবে। আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’

উল্লেখ্য, আজ বসুন্ধরা শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ^কাপ ট্রফি রাখা হবে সাধারণ দর্শকদের জন্য। তিন দিনের ভ্রমণ শেষে বাংলাদেশ থেকে বিশ^কাপ ট্রফি যাবে কাতারে।