
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর বিস্ময়যাত্রায় যতি টেনে দিয়েছিল ফ্রান্স। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কোর স্বপ্নের দৌড় থেমে গিয়েছিল ফ্রান্সের কাছে ২-০ গোলের হারে। পৌনে আট মাসের ব্যবধানে ফিফা নারী বিশ্বকাপেও সেই ফ্রান্সই বিদায়ঘণ্টা বাজিয়ে দিল মরক্কোর মেয়েদের।
প্রথম বারের মতো নারী বিশ্বকাপে খেলতে এসেই শেষ ষোলোতে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল মরক্কোর মেয়েরা। কিন্তু গতকাল মঙ্গলবার (৮ আগস্ট) শেষ ষোলোতে তাদের সেই স্বপ্ন দৌড় থামিয়ে দিল ফ্রান্স, ৪-০ গোলে উড়িয়ে দিয়ে। এ নিয়ে টানা তৃতীয় এবং সব মিলে চতুর্থ বারের মতো কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ফ্রান্সের মেয়েরা।
এই দুই দলের জয়ের মধ্যদিয়ে নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ৮ দলের কোয়ার্টার ফাইনাল লাইনআপ। শেষ আটে ফ্রান্সের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচটা হবে ১২ আগস্ট, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। একই দিন সিডনির অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড। ১১ আগস্ট প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই দেশ স্পেন ও নেদারল্যান্ডস। একই দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষ সুইডেন।
মেলবোর্ন রিকটেঙ্গুলার স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে কলম্বিয়ার হয়ে বাজিমাত করেছেন কাতালিনা উসমে। ৫১ মিনিটে ম্যাচের একমাত্র গোলটা করে কলম্বিয়াকে প্রথম বারের মতো শেষ আটে তুলেছেন তিনিই। ইতিহাস গড়া জয়ের নায়ক হিসেবে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তার হাতেই।
স্পোর্টস ডেস্ক।। 





































