শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যয়বহুল ছয়টি হিট গান বলিউডের

  • বিনোদন ডেস্ক ॥
  • প্রকাশের সময় : ০৮:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ১৭৩

গান হিট তো সিনেমা হিট! ভারতীয় উপমহাদেশের সিনেমায় এটাই বাস্তবতা। কয়েক দিন আগে খবর বেরিয়েছে, রামচরণ ও কিয়ারা আদভানির পরবর্তী সিনেমা ‘গেম চেঞ্জার’-এর পাঁচটি গানে ৯০ কোটি রুপি খরচ করবেন প্রযোজক। শুধু গানের জন্য এই বিপুল বাজেটের খবরটি সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বলিউডে আগে থেকেই গানের প্রতি সতর্ক নির্মাতারা। শুধু একটি গানের পেছনেই কোটি কোটি রুপি খরচ করেন তাঁরা। এমন কয়েকটি ব্যয়বহুল গানের খবর জানাচ্ছেন বিশাল কুড়ি

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জাওয়ান’ সিনেমার গান ‘জিন্দা বান্দা’। এ গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে এক হাজারের বেশি নৃত্যশিল্পীকে। পাঁচ দিন ধরে চলেছে গানের শুটিং। উর্দু কবি ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু গজলের অনুপ্রেরণায় এই গানের কথা লিখেছেন ইরশাদ। সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এ পর্যন্ত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান এটি। গানটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ কোটি রুপি।

রাম চাহে লীলা (রাম-লীলা)
সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘রাম-লীলা’ মুক্তি পায় ২০১৩ সালে। সিনেমায় রণবীর সিং-প্রিয়াংকা চোপড়া জুটির ‘রাম চাহে লীলা’ গানটি প্রশংসিত হয়। বানসালির অন্যান্য কাজের মতো এ গানের শুটিংয়ের জন্যও তৈরি করা হয় বিশাল সেট। রণবীর-প্রিয়াংকার সঙ্গে ছিলেন অনেক নৃত্যশিল্পী। গানটি তৈরিতে খরচ হয়েছে ৬ কোটি রুপি। বানসালির সংগীতায়োজনে ‘রাম চাহে লীলা’ গেয়েছেন ভূমি ত্রিবেদী।

পার্টি অল নাইট (বস)
৬ কোটি রুপি ব্যয় করে ‘বস’ সিনেমার ‘পার্ট অল নাইট’ গানের শুটিং করা হয় ব্যাংককে। এতে অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা ও হানি সিংয়ের সঙ্গে নেচেছেন প্রায় ৬০০ বিদেশি নৃত্যশিল্পী। গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং। সিনেমাটি বক্স অফিসে তেমন হিট করতে না পারলেও গানটি জনপ্রিয় হয়েছিল।

ধুম থ্রি সিনেমার ‘মালাং’ গানের শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি রুপি। ছবি: সংগৃহীতমালাং (ধুম থ্রি)
‘ধুম থ্রি’ সিনেমার জনপ্রিয় গান ‘মালাং’। সিদ্ধার্থ মহাদেবন ও শিল্পা রাওয়ের গাওয়া এ গানের শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি রুপি। শুটিং হয়েছে সার্কাসের সেট বানিয়ে। গানটিতে আমির ও ক্যাটরিনাকে অ্যারোবিকস করতে দেখা গেছে। শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ২০০ জিমন্যাস্টকে উড়িয়ে আনা হয়। শুটিংয়ের আগে চলে ২০ দিনের বিশেষ প্রশিক্ষণ।

ঘুমর ঘুমর (পদ্মাবত)
রাজপুত শাসক রতন সিংয়ের (শাহিদ কাপুর) সুউচ্চ মহলের সিঁড়ি ধরে নেমে আসছে পদ্মাবতী (দীপিকা পাড়ুকোন)। তাঁর সঙ্গে শত শত নৃত্যশিল্পী। চারপাশে অট্টালিকা, মাঝখানে বিস্তৃত খোলা জায়গায় ঘুমর গানের সঙ্গে নাচ শুরু করেন দীপিকা। ‘পদ্মাবত’ সিনেমার এ গানের কোরিওগ্রাফি, সেট— দর্শকদের মুগ্ধ করেছে। গানটি নির্মাণে খরচ হয়েছে ৪ কোটি রুপি।

আজিম (যোধা আকবর)
মোগল সম্রাট আকবর ও তাঁর স্ত্রী যোধার প্রেমকাহিনি নিয়ে আশুতোষ গোয়ারিকর বানিয়েছিলেন সিনেমা ‘যোধা আকবর’। এতে আকবরের চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন আর যোধা চরিত্রে ঐশ্বরিয়া। সিনেমায় আকবর ও যোধার প্রথম দেখার সময় ‘আজিম’ গানটি শোনা যায়। বিপুলসংখ্যক মানুষের উচ্ছ্বাস ও উৎসবের মধ্য দিয়ে হাতির পিঠে চড়ে আসেন ঐশ্বরিয়া। এ গানের দৃশ্যধারণে ব্যয় হয়েছিল ২ কোটি ৫০ লাখ রুপি।

জনপ্রিয়

টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

ব্যয়বহুল ছয়টি হিট গান বলিউডের

প্রকাশের সময় : ০৮:০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

গান হিট তো সিনেমা হিট! ভারতীয় উপমহাদেশের সিনেমায় এটাই বাস্তবতা। কয়েক দিন আগে খবর বেরিয়েছে, রামচরণ ও কিয়ারা আদভানির পরবর্তী সিনেমা ‘গেম চেঞ্জার’-এর পাঁচটি গানে ৯০ কোটি রুপি খরচ করবেন প্রযোজক। শুধু গানের জন্য এই বিপুল বাজেটের খবরটি সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে। বলিউডে আগে থেকেই গানের প্রতি সতর্ক নির্মাতারা। শুধু একটি গানের পেছনেই কোটি কোটি রুপি খরচ করেন তাঁরা। এমন কয়েকটি ব্যয়বহুল গানের খবর জানাচ্ছেন বিশাল কুড়ি

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘জাওয়ান’ সিনেমার গান ‘জিন্দা বান্দা’। এ গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা গেছে এক হাজারের বেশি নৃত্যশিল্পীকে। পাঁচ দিন ধরে চলেছে গানের শুটিং। উর্দু কবি ওয়াসিম বারেলভির লেখা এক উর্দু গজলের অনুপ্রেরণায় এই গানের কথা লিখেছেন ইরশাদ। সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। এ পর্যন্ত বলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান এটি। গানটি নির্মাণে ব্যয় হয়েছে ১৫ কোটি রুপি।

রাম চাহে লীলা (রাম-লীলা)
সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘রাম-লীলা’ মুক্তি পায় ২০১৩ সালে। সিনেমায় রণবীর সিং-প্রিয়াংকা চোপড়া জুটির ‘রাম চাহে লীলা’ গানটি প্রশংসিত হয়। বানসালির অন্যান্য কাজের মতো এ গানের শুটিংয়ের জন্যও তৈরি করা হয় বিশাল সেট। রণবীর-প্রিয়াংকার সঙ্গে ছিলেন অনেক নৃত্যশিল্পী। গানটি তৈরিতে খরচ হয়েছে ৬ কোটি রুপি। বানসালির সংগীতায়োজনে ‘রাম চাহে লীলা’ গেয়েছেন ভূমি ত্রিবেদী।

পার্টি অল নাইট (বস)
৬ কোটি রুপি ব্যয় করে ‘বস’ সিনেমার ‘পার্ট অল নাইট’ গানের শুটিং করা হয় ব্যাংককে। এতে অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা ও হানি সিংয়ের সঙ্গে নেচেছেন প্রায় ৬০০ বিদেশি নৃত্যশিল্পী। গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং। সিনেমাটি বক্স অফিসে তেমন হিট করতে না পারলেও গানটি জনপ্রিয় হয়েছিল।

ধুম থ্রি সিনেমার ‘মালাং’ গানের শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি রুপি। ছবি: সংগৃহীতমালাং (ধুম থ্রি)
‘ধুম থ্রি’ সিনেমার জনপ্রিয় গান ‘মালাং’। সিদ্ধার্থ মহাদেবন ও শিল্পা রাওয়ের গাওয়া এ গানের শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি রুপি। শুটিং হয়েছে সার্কাসের সেট বানিয়ে। গানটিতে আমির ও ক্যাটরিনাকে অ্যারোবিকস করতে দেখা গেছে। শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ২০০ জিমন্যাস্টকে উড়িয়ে আনা হয়। শুটিংয়ের আগে চলে ২০ দিনের বিশেষ প্রশিক্ষণ।

ঘুমর ঘুমর (পদ্মাবত)
রাজপুত শাসক রতন সিংয়ের (শাহিদ কাপুর) সুউচ্চ মহলের সিঁড়ি ধরে নেমে আসছে পদ্মাবতী (দীপিকা পাড়ুকোন)। তাঁর সঙ্গে শত শত নৃত্যশিল্পী। চারপাশে অট্টালিকা, মাঝখানে বিস্তৃত খোলা জায়গায় ঘুমর গানের সঙ্গে নাচ শুরু করেন দীপিকা। ‘পদ্মাবত’ সিনেমার এ গানের কোরিওগ্রাফি, সেট— দর্শকদের মুগ্ধ করেছে। গানটি নির্মাণে খরচ হয়েছে ৪ কোটি রুপি।

আজিম (যোধা আকবর)
মোগল সম্রাট আকবর ও তাঁর স্ত্রী যোধার প্রেমকাহিনি নিয়ে আশুতোষ গোয়ারিকর বানিয়েছিলেন সিনেমা ‘যোধা আকবর’। এতে আকবরের চরিত্রে অভিনয় করেন হৃতিক রোশন আর যোধা চরিত্রে ঐশ্বরিয়া। সিনেমায় আকবর ও যোধার প্রথম দেখার সময় ‘আজিম’ গানটি শোনা যায়। বিপুলসংখ্যক মানুষের উচ্ছ্বাস ও উৎসবের মধ্য দিয়ে হাতির পিঠে চড়ে আসেন ঐশ্বরিয়া। এ গানের দৃশ্যধারণে ব্যয় হয়েছিল ২ কোটি ৫০ লাখ রুপি।