মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

স্পেন ও সুইডেনের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল গতকাল শুক্রবারই। আজ অপর দুই দল হিসেবে নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। এই নিয়ে টানা তৃতীয়বার শেষ চারে খেলার খেলতে পারল সর্বশেষ ইউরোর চ্যাম্পিয়নরা।

সিডনির অলিম্পিক স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম এগিয়ে গিয়েছিল কলম্বিয়াই। ৪৪ মিনিটে এগিয়ে যায় দলটি। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির বিপক্ষে গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল দিয়ে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে কলম্বিয়ার জালে আরও এক গোল ঠুকে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে, দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপের বাইরের একমাত্র দল হিসেবে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া। আগামী ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে বিকেল ৪টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আর প্রথম সেমিফাইনালে ১৫ আগস্ট বেলা ২টায় মুখোমুখি হবে স্পেন ও সুইডেন।

জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

নারী বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া

প্রকাশের সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

স্পেন ও সুইডেনের সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল গতকাল শুক্রবারই। আজ অপর দুই দল হিসেবে নারী বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। এই নিয়ে টানা তৃতীয়বার শেষ চারে খেলার খেলতে পারল সর্বশেষ ইউরোর চ্যাম্পিয়নরা।

সিডনির অলিম্পিক স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম এগিয়ে গিয়েছিল কলম্বিয়াই। ৪৪ মিনিটে এগিয়ে যায় দলটি। তবে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির বিপক্ষে গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইংল্যান্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল দিয়ে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে কলম্বিয়ার জালে আরও এক গোল ঠুকে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে, দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ইউরোপের বাইরের একমাত্র দল হিসেবে সেমিতে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া। আগামী ১৬ আগস্ট দ্বিতীয় সেমিফাইনালে বিকেল ৪টায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আর প্রথম সেমিফাইনালে ১৫ আগস্ট বেলা ২টায় মুখোমুখি হবে স্পেন ও সুইডেন।