
রাজবাড়ী বালিয়াকান্দিতে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮ শাহাদাত বার্ষিকী উদযাপন হয়েছে। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সহকারী কমিশনার ভূমি মো হাসিবুল হাসান, মেডিকেল অফিসার ডা.সজোল সোম, অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও ১৯৭৫ সালের ১৫ আগষ্টের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতিচারন করেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, শিক্ষার্থী সহ সুধীজন উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান রাজবাড়ী 







































