
আজ মংগলবার (১৫ আগস্ট) রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন। সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ শাওন। দোয়া পরিচালনা করেন সিনিয়র শিক্ষক খোরশেদ আলম। অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যথাক্রমে কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম, পারভীন আকতার, এস মাহান, সায়মা আকতার, বিবি আমেনা, প্রিয়াংকা বড়ুয়া, নুসরাত সুলতানা, রিজওয়ানা রহমান উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন- চিত্রাংকন: ১ম: আরফাহ সামরিন- ২য় শ্রেণি, ২য়: রাইনা মিনাল পারিশা- ৩য় শ্রেণি ৩য়: আকসা নাছির রাইসা- ৩য় শ্রেণি
রচনা:-১ম: মিফতাহুল মাইশা ,২য়: ইরিনা আজিজ আরশি ,৩য়: জান্নাতুল নাহার শেফা
প্রেস বিজ্ঞপ্তি ।। 







































