রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মনিরামপুরে শিক্ষিকাকে ক্লাসরুমে ঢুকে মারপিট যুবলীগ নেতার 

  • যশোর অফিস ।।
  • প্রকাশের সময় : ১১:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১২৩
 যশোরের মণিরামপুরে ছাত্রছাত্রীর সামনেই চুলের মুঠি ধরে শিক্ষিকাকে বেধড়ক মারপিট করেছেন মিজানুর রহমান নামে যুবলীগের এক নেতা। ছেলেকে শিক্ষকদের বেসিনে হাত ধুতে নিষেধ করায় ওই শিক্ষিকাকে মারপিট করেন তিনি। যুবলীগের ওই নেতা শ্রেণিকক্ষ থেকে শিক্ষিকাকে চুলের মুঠি ধরে জুতা দিয়ে পেটাতে পেটাতে মাঠের মধ্যে নিয়ে যান। শিক্ষক-শিক্ষার্থীদের সামনে পিটিয়ে আহত করা হয় তাকে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। ঘটনার পর মিজানুর রহমানকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে অভিযোগ এবং থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতবার সন্ধায় পুলিশ তাকে আটক করেছে। মিজান পৌরসভার একটি ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মারপিটের শিকার ওই শিক্ষিকা জানিয়েছেন, ঘটনার দিন বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। তিনি একটি কক্ষের দায়িত্বে ছিলেন। ওইসময় মিজানের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম শিক্ষকদের জন্য নির্ধারিত বেসিনের ট্যাপ খোলার চেষ্টা করে। দেখতে পেয়ে ওই শিক্ষিকা তাকে নিষেধ করেন। এরপর সে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়। সাথে সাথে তার বাব, মা ও দাদা পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনকে নিয়ে স্কুলে যান।
ভুক্তভোগী শিক্ষিকা আরো জানান, পৌর আওয়ামী লীগের সভাপতির সামনেই শ্রেণিকক্ষের মধ্যে শিক্ষার্থীদের সামনে তাকে এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকেন যুবলীগ নেতা মিজান। একপর্যায়ে চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে টেনেহেঁচড়ে মাঠের মধ্যে নিয়ে যান। এ দৃশ্য দেখে ওই বিদ্যালয় সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষিকাকে রক্ষা করেন। খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা বিদ্যালয়ে যান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন বলেন,‘এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রধান শিক্ষককে।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মেদ শফি বলেন, ঘটনাটি নিন্দনীয় ও দুঃখজনক। ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন। ন্যায়বিচার না পেলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবে শিক্ষক সমিতি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন,‘বিষয়টি জানার সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।’
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন,‘ওই ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় আসামিকে আটক করা হয়েছে।এদিকে, আটকের আগে এ বিষয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন,‘শিক্ষিকাকে পেটানো হয়নি। তার সঙ্গে মুখ কালাকালি হয়েছে।#
 পুলিশ হাসিবুলের বিরুদ্ধে আদালতে ইউপি সদস্যের মামলা
মারপিট ও হত্যার হুমকির অভিযোগে পুুলিশ সদস্য হাসিবুল হাসানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার লেবুতলা ইনিয়নের মেম্বর জহুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। পুলিশ কনস্টেবল হাসিবুল হাসান লেবুতলা পালপাড়ার আতিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, হাসিবুল হাসান পুলিশ হেড কোয়াটার ঢাকায় কর্মরত আছেন। ছুটিতে বাড়ি এসে সরকারি মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন দাপট দেখিয়ে বেড়ান। তার আচরনের প্রতিবাদ করলে তিনি পুলিশ সদস্য হওয়ায় মামলা দিয়ে হয়রানিসহ মারপিটের হুমকি দেন। হাসিবুলের এ ধরনের কর্মকান্ডে গ্রামের মানুষ তার বিরুদ্ধে গণসাক্ষর গ্রহন এবং ইউপি সদস্য জহুরুল ইসলামের সাথে আলোচনা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ আগস্ট সকালে লেবুতলা বাজারের একটি গ্যারেজের সামনে হাসিবুলের সাথে তার দেখা হয়। এ সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ইউপি সদস্য জহুরুল ইসলামকে গালিগালাজ করে মারপিট করে জখম করেন। এরমধ্যে বাজারের লোকজন এগিয়ে আসলে হাসিবুল তার ইউপি সদস্যপদ বাতিলসহ খুন জখমের হুমকি দিয়ে চলে যান।
যশোরে ট্রাকের চাপায়  এক ভ্যানচালকের মৃত্য
যশোরে ট্রাকের চাপায় শুকুর আলী মোল্ল্যা (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্য হয়েছে। বুধবার রাতে যশোর নড়াইল সড়কের ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এ ঘটনাটি ঘটে। তিনি সদরের ঝুমঝুমপুর স্কুল মোড়ের বাসিন্দা। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসধিীন অবস্থায় তিনি মারা যায়।
মৃত শুকুরের বড় ছেলে ইমান আলী জানিয়েছেন, তার বাবা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বুধবার দুপুরে ঝুমঝুমপুর বিসিক শিল্প নগরী থেকে ফার্নিচারের কাঠ নিয়ে নড়াইল যায়। সেখান থেকে ফেরার পথে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এসে পৌছালে বেপরোয়াগতিতে ঢাকাগামী কাচামাল ও সবজী ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার কোমরের নিচে শরীর থেকে বাম পা বিছিন্ন হয়ে যায়। অপর পা’টি ভেঙ্গে ঝুলতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান বলেন, তার অবস্থা আশংখাজনক ছিলো। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়েছে।
এবিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকে পচনশীল কাঁচামাল থাকায় ট্রাকের মালিককে আটক রেখে ট্রাকটি আনলোডের জন্য ছাড়া হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয়

যশোর সালিশ শেষে ফেরার পথে হিজড়া যুবককে ব্লেড দিয়ে কুপিয়ে জখম

মনিরামপুরে শিক্ষিকাকে ক্লাসরুমে ঢুকে মারপিট যুবলীগ নেতার 

প্রকাশের সময় : ১১:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
 যশোরের মণিরামপুরে ছাত্রছাত্রীর সামনেই চুলের মুঠি ধরে শিক্ষিকাকে বেধড়ক মারপিট করেছেন মিজানুর রহমান নামে যুবলীগের এক নেতা। ছেলেকে শিক্ষকদের বেসিনে হাত ধুতে নিষেধ করায় ওই শিক্ষিকাকে মারপিট করেন তিনি। যুবলীগের ওই নেতা শ্রেণিকক্ষ থেকে শিক্ষিকাকে চুলের মুঠি ধরে জুতা দিয়ে পেটাতে পেটাতে মাঠের মধ্যে নিয়ে যান। শিক্ষক-শিক্ষার্থীদের সামনে পিটিয়ে আহত করা হয় তাকে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে পৌর এলাকার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। ঘটনার পর মিজানুর রহমানকে অভিযুক্ত করে সংশ্লিষ্ট শিক্ষা অফিসে অভিযোগ এবং থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতবার সন্ধায় পুলিশ তাকে আটক করেছে। মিজান পৌরসভার একটি ওয়ার্ড যুবলীগের সভাপতি। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মারপিটের শিকার ওই শিক্ষিকা জানিয়েছেন, ঘটনার দিন বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। তিনি একটি কক্ষের দায়িত্বে ছিলেন। ওইসময় মিজানের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাকিবুল ইসলাম শিক্ষকদের জন্য নির্ধারিত বেসিনের ট্যাপ খোলার চেষ্টা করে। দেখতে পেয়ে ওই শিক্ষিকা তাকে নিষেধ করেন। এরপর সে বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়। সাথে সাথে তার বাব, মা ও দাদা পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনকে নিয়ে স্কুলে যান।
ভুক্তভোগী শিক্ষিকা আরো জানান, পৌর আওয়ামী লীগের সভাপতির সামনেই শ্রেণিকক্ষের মধ্যে শিক্ষার্থীদের সামনে তাকে এলোপাতাড়ি কিলঘুসি মারতে থাকেন যুবলীগ নেতা মিজান। একপর্যায়ে চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে টেনেহেঁচড়ে মাঠের মধ্যে নিয়ে যান। এ দৃশ্য দেখে ওই বিদ্যালয় সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষিকাকে রক্ষা করেন। খবর পেয়ে উপজেলা শিক্ষা অফিসার ইসমত আরা পারভীনসহ অন্যান্য কর্মকর্তারা বিদ্যালয়ে যান।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন বলেন,‘এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রধান শিক্ষককে।’
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মেদ শফি বলেন, ঘটনাটি নিন্দনীয় ও দুঃখজনক। ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন। ন্যায়বিচার না পেলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবে শিক্ষক সমিতি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম বলেন,‘বিষয়টি জানার সাথে সাথে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ অন্যান্য কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।’
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন,‘ওই ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় আসামিকে আটক করা হয়েছে।এদিকে, আটকের আগে এ বিষয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন,‘শিক্ষিকাকে পেটানো হয়নি। তার সঙ্গে মুখ কালাকালি হয়েছে।#
 পুলিশ হাসিবুলের বিরুদ্ধে আদালতে ইউপি সদস্যের মামলা
মারপিট ও হত্যার হুমকির অভিযোগে পুুলিশ সদস্য হাসিবুল হাসানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার লেবুতলা ইনিয়নের মেম্বর জহুরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। পুলিশ কনস্টেবল হাসিবুল হাসান লেবুতলা পালপাড়ার আতিয়ার রহমানের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, হাসিবুল হাসান পুলিশ হেড কোয়াটার ঢাকায় কর্মরত আছেন। ছুটিতে বাড়ি এসে সরকারি মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন দাপট দেখিয়ে বেড়ান। তার আচরনের প্রতিবাদ করলে তিনি পুলিশ সদস্য হওয়ায় মামলা দিয়ে হয়রানিসহ মারপিটের হুমকি দেন। হাসিবুলের এ ধরনের কর্মকান্ডে গ্রামের মানুষ তার বিরুদ্ধে গণসাক্ষর গ্রহন এবং ইউপি সদস্য জহুরুল ইসলামের সাথে আলোচনা করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত ২২ আগস্ট সকালে লেবুতলা বাজারের একটি গ্যারেজের সামনে হাসিবুলের সাথে তার দেখা হয়। এ সময় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে ইউপি সদস্য জহুরুল ইসলামকে গালিগালাজ করে মারপিট করে জখম করেন। এরমধ্যে বাজারের লোকজন এগিয়ে আসলে হাসিবুল তার ইউপি সদস্যপদ বাতিলসহ খুন জখমের হুমকি দিয়ে চলে যান।
যশোরে ট্রাকের চাপায়  এক ভ্যানচালকের মৃত্য
যশোরে ট্রাকের চাপায় শুকুর আলী মোল্ল্যা (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্য হয়েছে। বুধবার রাতে যশোর নড়াইল সড়কের ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এ ঘটনাটি ঘটে। তিনি সদরের ঝুমঝুমপুর স্কুল মোড়ের বাসিন্দা। যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসধিীন অবস্থায় তিনি মারা যায়।
মৃত শুকুরের বড় ছেলে ইমান আলী জানিয়েছেন, তার বাবা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বুধবার দুপুরে ঝুমঝুমপুর বিসিক শিল্প নগরী থেকে ফার্নিচারের কাঠ নিয়ে নড়াইল যায়। সেখান থেকে ফেরার পথে যশোর-নড়াইল সড়কের বাঘারপাড়ার ছাতিয়ানতলা বাজার সংলগ্ন এসে পৌছালে বেপরোয়াগতিতে ঢাকাগামী কাচামাল ও সবজী ভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার কোমরের নিচে শরীর থেকে বাম পা বিছিন্ন হয়ে যায়। অপর পা’টি ভেঙ্গে ঝুলতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুর রহমান বলেন, তার অবস্থা আশংখাজনক ছিলো। রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়েছে।
এবিষয়ে বাঘারপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, ঘটনার পরপরই ট্রাকটি আটক করা হয়। তবে ট্রাকে পচনশীল কাঁচামাল থাকায় ট্রাকের মালিককে আটক রেখে ট্রাকটি আনলোডের জন্য ছাড়া হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।