মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড় বিরাট কোহলি

ভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড়ের নাম বিরাট কোহলি। অতীতের অনেক প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস বিষয়ক ইয়ো ইয়ো টেস্ট নেওয়া হয়েছিল। সেখানে কোহলি কত স্কোর গড়েছেন সেটি জানিয়ে দেন ইনস্টাগ্রামের একটি স্টোরিতে। এতেই খেলোয়াড়ের ওপর খেপেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তা দেশটির এক গণমাধ্যমকে বলেন, ‘গোপনীয় কোনো কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে ক্রিকেটারদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রেনিংয়ের ছবি তারা অবশ্যই দিতে পারে। তবে এই ধরনের স্কোর প্রকাশ করা তাদের আচরণবিধির লঙ্ঘন।’

কর্নাটকের আলুরে এশিয়া কাপকে সামনে রেখে চলছে ভারতীয় দলের ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার প্রথমদিন ইয়ো ইয়ো পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে কোহলি জানান, তার স্কোর ছিল ১৭.২।

ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ক্রিকেটাররা কতটুকু ফিট তার একটি মৌলিক ধারণা পাওয়া যায়। যদিও এই টেস্টের মাধ্যমেই ক্রিকেটারদের সার্বিক ফিটনেস সম্পর্কে কোনো রায় দেওয়া যায় না। ভারতীয় ক্রিকেটারদের জন্য টেস্টে ন্যূনতম স্কোর ঠিক করা হয়েছিল ১৬.১। কোহলি উতরে গেছেন সেই লক্ষ্যমাত্রা।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

ভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড় বিরাট কোহলি

প্রকাশের সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

ভারতীয় দলে সবচেয়ে ফিট খেলোয়াড়ের নাম বিরাট কোহলি। অতীতের অনেক প্রতিবেদনেই এমন তথ্য উঠে এসেছে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে খেলোয়াড়দের ফিটনেস বিষয়ক ইয়ো ইয়ো টেস্ট নেওয়া হয়েছিল। সেখানে কোহলি কত স্কোর গড়েছেন সেটি জানিয়ে দেন ইনস্টাগ্রামের একটি স্টোরিতে। এতেই খেলোয়াড়ের ওপর খেপেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।

ভারতীয় বোর্ডের একজন কর্মকর্তা দেশটির এক গণমাধ্যমকে বলেন, ‘গোপনীয় কোনো কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে ক্রিকেটারদের মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রেনিংয়ের ছবি তারা অবশ্যই দিতে পারে। তবে এই ধরনের স্কোর প্রকাশ করা তাদের আচরণবিধির লঙ্ঘন।’

কর্নাটকের আলুরে এশিয়া কাপকে সামনে রেখে চলছে ভারতীয় দলের ৬ দিনের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল বৃহস্পতিবার প্রথমদিন ইয়ো ইয়ো পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়ে কোহলি জানান, তার স্কোর ছিল ১৭.২।

ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ক্রিকেটাররা কতটুকু ফিট তার একটি মৌলিক ধারণা পাওয়া যায়। যদিও এই টেস্টের মাধ্যমেই ক্রিকেটারদের সার্বিক ফিটনেস সম্পর্কে কোনো রায় দেওয়া যায় না। ভারতীয় ক্রিকেটারদের জন্য টেস্টে ন্যূনতম স্কোর ঠিক করা হয়েছিল ১৬.১। কোহলি উতরে গেছেন সেই লক্ষ্যমাত্রা।