শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

 যশোর জেনারেল হাসপাতালে তিন সাংবাদিক লাঞ্ছিত ,তদন্ত কমিটি গঠন

  • যশোর অফিস ।।
  • প্রকাশের সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • ১৭০

 যশোর জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে কমিটি গঠন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সোমবার তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

দুই সদস্যের এই তদন্ত কমিটির আহবায়ক স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা. মুনজুরুল মুরশিদ ও সদস্য সচিব যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস দৈনিক স্পন্দনকে জানান, তদন্ত কমিটি গঠনের বিষয়টি তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কমিটির সদস্যরা হাসপাতালে ঘটনার তদন্ত করতে আসবেন। সেখানে তিনি উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগীয় পরিচালক ডা. মুনজুরুল মুরশিদ দৈনিক স্পন্দনকে জানান, হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার খবর বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।  বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক। তার নির্দেশেই মঙ্গলবার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়ে ডা. মুনজুরুল মুরশিদ জানান, মঙ্গলবার সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করবেন। এরপর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় নির্ধারণ করা হবে। তদন্তে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. হারুন অর রশিদ দোষী প্রমাণিত হলে স্বাস্থ্য অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন মোশারফ (৫১) নামে  এক রোগী মারা যান। তিনি মণিরামপুর উপজেলার বড় চেতলা গ্রামের রহমান বিশ্বাসের ছেলে। স্বজনদের অভিযোগ চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়েছে। এই সংক্রান্ত তথ্য জানতে রোবরার দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. হারুন অর রশিদ এর নিজ অফিস কক্ষে যান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, একাত্তর টেলিভিশনের যশোর প্রতিনিধি এসএম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। পেশাগত দায়িত্ব পালনকালে তত্ত¡াবধায়ক ডা. হারুন অর রশিদ ওই তিন সাংবাদিককে লাঞ্চিত করেন। এরমধ্যে শাহারুল ইসলাম ফারদিনকে পুলিশে দেয়ার চেষ্টা চালানো হয়।

জনপ্রিয়

যশোরে যুবলীগের ঝটিকা মিছিলের দাবি, পুলিশের ভিন্ন মত

 যশোর জেনারেল হাসপাতালে তিন সাংবাদিক লাঞ্ছিত ,তদন্ত কমিটি গঠন

প্রকাশের সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

 যশোর জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা তদন্তে কমিটি গঠন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সোমবার তদন্ত কমিটি গঠন করা হয়। মঙ্গলবার তদন্ত কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

দুই সদস্যের এই তদন্ত কমিটির আহবায়ক স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক ডা. মুনজুরুল মুরশিদ ও সদস্য সচিব যশোরের ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল।

যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস দৈনিক স্পন্দনকে জানান, তদন্ত কমিটি গঠনের বিষয়টি তাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কমিটির সদস্যরা হাসপাতালে ঘটনার তদন্ত করতে আসবেন। সেখানে তিনি উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগীয় পরিচালক ডা. মুনজুরুল মুরশিদ দৈনিক স্পন্দনকে জানান, হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত হওয়ার খবর বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হয়।  বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক। তার নির্দেশেই মঙ্গলবার দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন জমা দেয়ার বিষয়ে ডা. মুনজুরুল মুরশিদ জানান, মঙ্গলবার সরেজমিনে ঘটনার তদন্ত শুরু করবেন। এরপর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় নির্ধারণ করা হবে। তদন্তে হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. হারুন অর রশিদ দোষী প্রমাণিত হলে স্বাস্থ্য অধিদপ্তর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন মোশারফ (৫১) নামে  এক রোগী মারা যান। তিনি মণিরামপুর উপজেলার বড় চেতলা গ্রামের রহমান বিশ্বাসের ছেলে। স্বজনদের অভিযোগ চিকিৎসা অবহেলায় তার মৃত্যু হয়েছে। এই সংক্রান্ত তথ্য জানতে রোবরার দুপুরে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত¡াবধায়ক ডা. হারুন অর রশিদ এর নিজ অফিস কক্ষে যান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) যশোর প্রতিনিধি ও প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, একাত্তর টেলিভিশনের যশোর প্রতিনিধি এসএম ফরহাদ ও ক্যামেরা পারসন শাহারুল ইসলাম ফারদিন। পেশাগত দায়িত্ব পালনকালে তত্ত¡াবধায়ক ডা. হারুন অর রশিদ ওই তিন সাংবাদিককে লাঞ্চিত করেন। এরমধ্যে শাহারুল ইসলাম ফারদিনকে পুলিশে দেয়ার চেষ্টা চালানো হয়।