শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিরতি ভেঙে নতুন সিনেমা নিয়ে ফিরছেন আমির

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গত বছরের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দেন। প্রায় এক বছরের বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন আমির খান। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে টুইটটি করেন তরন আদর্শ। এ টুইটে তিনি লিখেন, ‘আমির খান তার নতুন সিনেমার জন্য ২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন। এটি আমির খানের প্রোডাকশন্স থেকে নির্মিত হবে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আগামী বছরের ২০ জানুয়ারি সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির খান কিংবা তার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে পিংকভিলা জানিয়েছে, ৩০ বছর পর পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন আমির খান। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন আমির ও রাজকুমার সন্তোষী। তাদের পরবর্তী সিনেমার কাজ পুরোদমে চলছে। এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন তারা।’

পরিবারের সঙ্গে অবসরের সময় কাটাতে চান আমির। তা জানিয়ে এ অভিনেতা বলেছিলেন— ‘‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর ‘চ্যাম্পিয়নস’ নামে একটি সিনেমার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য দারুণ। এটি খুবই হৃদয়স্পর্শী। কিন্তু আমি অনুভব করছি, আমার একটা বিরতি চাই। আমার মা-সন্তান-পরিবারের সঙ্গে থাকতে চাই। আসলে অভিনেতা হিসেবে আমি যখন কোনো সিনেমায় কাজ করি, তখন তাতে এতটাই ডুবে যাই যে, আমার জীবনে আর অন্যকিছু থাকে না।’’

‘আমি আগামী দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না। প্রথমবারের মতো এমনটা করছি।’ বলেন আমির খান।

আমির খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কারিনা কাপুর খান। অদ্বৈত চন্দন পরিচালিত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

জনপ্রিয়

শিবিরের নতুন সভাপতি সাদ্দাম

বিরতি ভেঙে নতুন সিনেমা নিয়ে ফিরছেন আমির

প্রকাশের সময় : ০৩:৪৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গত বছরের শেষ লগ্নে অভিনয় থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেন তিনি। দীর্ঘ ৩৫ বছরের অভিনয় ক্যারিয়ারে আকস্মিকভাবে বিরতি নেওয়ার ঘোষণা দেন। প্রায় এক বছরের বিরতির পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন আমির খান। বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ এক টুইটে এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে টুইটটি করেন তরন আদর্শ। এ টুইটে তিনি লিখেন, ‘আমির খান তার নতুন সিনেমার জন্য ২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন। এটি আমির খানের প্রোডাকশন্স থেকে নির্মিত হবে। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির। ২০২৪ সালের ২০ ডিসেম্বর এটি মুক্তি পাবে। আগামী বছরের ২০ জানুয়ারি সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির খান কিংবা তার প্রযোজনা প্রতিষ্ঠান। তবে পিংকভিলা জানিয়েছে, ৩০ বছর পর পরিচালক রাজকুমার সন্তোষীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন আমির খান। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘২০২৪ সালের ক্রিসমাস লক করেছেন আমির ও রাজকুমার সন্তোষী। তাদের পরবর্তী সিনেমার কাজ পুরোদমে চলছে। এখন প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে। আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু করবেন তারা।’

পরিবারের সঙ্গে অবসরের সময় কাটাতে চান আমির। তা জানিয়ে এ অভিনেতা বলেছিলেন— ‘‘লাল সিং চাড্ডা’ সিনেমার পর ‘চ্যাম্পিয়নস’ নামে একটি সিনেমার প্রস্তুতি নেওয়ার কথা ছিল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য দারুণ। এটি খুবই হৃদয়স্পর্শী। কিন্তু আমি অনুভব করছি, আমার একটা বিরতি চাই। আমার মা-সন্তান-পরিবারের সঙ্গে থাকতে চাই। আসলে অভিনেতা হিসেবে আমি যখন কোনো সিনেমায় কাজ করি, তখন তাতে এতটাই ডুবে যাই যে, আমার জীবনে আর অন্যকিছু থাকে না।’’

‘আমি আগামী দেড় বছর অভিনেতা হিসেবে কাজ করব না। প্রথমবারের মতো এমনটা করছি।’ বলেন আমির খান।

আমির খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন কারিনা কাপুর খান। অদ্বৈত চন্দন পরিচালিত এ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।