
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এশিয়া কাপ নিয়ে ব্যস্ত থাকলেও আপাতত ব্যস্ততা নেই ক্রিকেটার আকবর আলীর। ক্রিকেটের বাইরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন যুব বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। বিয়ে করেছেন তিনি।
আকবর বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন গতকাল মঙ্গলবারই। আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে সেটি জানিয়ে দিলেন ২১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার।
বিয়ের পোশাকে স্ত্রী জান্নাতি ওয়াহিদার সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে আকবর লেখেন, ‘তোমাকে চেনা ছিল কাকতালীয় কিন্তু তোমাকে বেছে নেওয়া অবধারিত। আমার জীবনে আসার জন্য ধন্যবাদ। তুমি সেরা সঙ্গী, যে কেউ এমন কারো স্বপ্ন দেখে।’
ক্রিকেটে জাতীয় দল এখনো কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি। তবে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ দলকে শিরোপা জিতিয়েছেন আকবর। এখনো জাতীয় দলের হয়ে সুযোগ মেলেনি তার। তবে, সতীর্থ শরিফুল ইসলাম, তানজিদ তামিমরা এখন খেলছেন এশিয়া কাপে।
স্পোর্টস ডেস্ক।। 




































