শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মরক্কোর কাছে আবারও হারল ব্রাজিল

মার্চে ব্রাজিল জাতীয় দল হেরেছিল মরক্কোর কাছে। এবার ব্রাজিলিয়ান অনূর্ধ্ব-২৩ দলও হারল আফ্রিকান দেশটির বিপক্ষে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাজিলের উদীয়মান দলটিকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো।

প্যারিস অলিম্পিক ২০২৪ সালের জন্য প্রস্তুত হতে শুরু করেছে দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে মরক্কোতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। মরক্কোর ফেজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে সিরিজ শুরু করেছে সেলেসাওরা।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও জালের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়াতে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বারবার আক্রমণে উঠতে গিয়ে অরক্ষিত হয়ে পড়ে রক্ষণভাগ। এই সুযোগটাই নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে জাকারিয়া এল ওউহাদির জোরালো শটে লিড পেয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৮১ মিনিটে আবারও জালে বল জড়ায় মরক্কো। তবে সালিম এল জাবেরির গোলটা অফসাইড ঘোষণা করে রেফারি। শেষদিকে খেলায় ফেরার বেশ চেষ্টা করেও সমতা আনতে পারেনি ব্রাজিল। হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

আগামী ১১ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল।

জনপ্রিয়

ড. কামাল হাসপাতালে ভর্তি

মরক্কোর কাছে আবারও হারল ব্রাজিল

প্রকাশের সময় : ০৩:০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩

মার্চে ব্রাজিল জাতীয় দল হেরেছিল মরক্কোর কাছে। এবার ব্রাজিলিয়ান অনূর্ধ্ব-২৩ দলও হারল আফ্রিকান দেশটির বিপক্ষে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ব্রাজিলের উদীয়মান দলটিকে ১-০ গোলে হারিয়েছে মরক্কো।

প্যারিস অলিম্পিক ২০২৪ সালের জন্য প্রস্তুত হতে শুরু করেছে দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে মরক্কোতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। মরক্কোর ফেজ স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে হেরে সিরিজ শুরু করেছে সেলেসাওরা।

প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও জালের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের শুরুতে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। ফ্লাড লাইট বন্ধ হয়ে যাওয়াতে খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। বারবার আক্রমণে উঠতে গিয়ে অরক্ষিত হয়ে পড়ে রক্ষণভাগ। এই সুযোগটাই নেয় মরক্কো। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে বক্সের বাইরে থেকে জাকারিয়া এল ওউহাদির জোরালো শটে লিড পেয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৮১ মিনিটে আবারও জালে বল জড়ায় মরক্কো। তবে সালিম এল জাবেরির গোলটা অফসাইড ঘোষণা করে রেফারি। শেষদিকে খেলায় ফেরার বেশ চেষ্টা করেও সমতা আনতে পারেনি ব্রাজিল। হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

আগামী ১১ সেপ্টেম্বর সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং ব্রাজিলের অনূর্ধ্ব-২৩ দল।