
২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয়েই আলো ছড়িয়েছিলেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে ঐ সিরিজে পরপর দুই ম্যাচে ৫ ও ৬ উইকেট, পরে শেষ ম্যাচেও ২ উইকেট শিকার করেন তিনি। এরপরই রাতারাতি তারকা বনে যান তিনি। হয়ে ওঠেন জাতীয় দলের ভরসাম্যান বলার। এবার সেই ভারতের বিপক্ষে মাঠে নেমেই টাইগারদের ওয়ানডে ইতিহাসে নতুন এক রেকর্ড নিজের নামে লেখে নিলেন ফিজ।
চলমান এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে গত পরশু ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ানডেতে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল ১৪৮টি। পরে এই ম্যাচে ৩ উইকেট শিকার করে ছুঁয়েছেন ১৫০ উইকেটের মাইলফলক। তার বর্তমান উইকেট ১৫১, এই সংখ্যাক উইকেট শিকার করতে তাকে খেলতে হয়েছে ৯১ ম্যাচ। আর এতেই তিনি দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে ১৫০ উইকেট শিকারের কীর্তি গড়েছেন।
এদিকে ওয়ানডেতে মোস্তাফিজ ১৫১ উইকেটের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৮-২০২২ সাল অবদি ক্যারিবিয়ানদের বিপক্ষে ১৬ ম্যাচে তিনি শিকার করেছে ২৮টি উইকেট। আর এরপরই রয়েছে ভারত। প্রতিবেশী দেশটির বিপক্ষে মাঠে নামলেই যেন জ্বলে উঠে টাইগার এই কাটার মাস্টার। ভারতের বিপক্ষে ২০১৫-২০২৩ সাল পর্যন্ত খেলেছেন ১১টি ম্যাচ, এর মধ্যে শিকার করেছেন ২৫ উইকেট।
স্পোর্টস ডেস্ক।। 







































