
৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (ভাইভা) আগামী ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। নভেম্বরে চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এখন মৌখিক পরীক্ষা চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ২ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। এখনো আরও প্রায় ৮ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা বাকি।
পিএসসি সূত্রে জানা যায়, সম্প্রতি পিএসসির নিয়মিত সভায় ৪৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ বিষয়ে আলোচনা হয়। সেখানে উঠে আসে মৌখিক পরীক্ষার সার্বিক চিত্র। বর্তমানে সাধারণ ক্যাডার প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। এরপর টেকনিক্যাল বা কারিগরি ক্যাডারের প্রার্থীদের পরীক্ষা হবে। উভয় ক্যাডারের চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা হবে একেবারে শেষে।
উল্লেখ্য, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ পাবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
ঢাকা ব্যুরো।। 







































