
আগামী ২৭ সেপ্টেম্বর সারাবিশ্বে পালিত হবে পর্যটন দিবস। এ দিবস উপলক্ষে কুয়াকাটা হোটেলে ৫০ শতাংশ ছাড় ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে পরবর্তী সাতদিন এ ছাড়ের আওতায় থাকবে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ ও কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহালম হাওলাদার বলেন, বিগত বছরগুলোতে বিশেষ বিশেষ দিনে আমরা পর্যটকদের জন্য বিভিন্ন অফার ঘোষণা করেছি। এছাড়া বর্তমানে বর্ষা মৌসুম হওয়ায় কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি কিছুটা কম। তাই পর্যটকদের আকৃষ্ট করতে আমরা এ ছাড়ের ঘোষণা দিয়েছি। আশা করছি কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটবে।
এছাড়া সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, পর্যটন দিবস উপলক্ষে ঢাকায় বড় আয়োজন রয়েছে। তবে কুয়াকাটায় আমাদের হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। আমরা আশা করছি বিগত বছরগুলোর তুলনায় এবার কুয়াকাটায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে। ইতিমধ্যে ২৭ সেপ্টেম্বরের পর থেকে অনেক হোটেল মোটেলের অধিকাংশ কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা দিতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, বিশ্ব পর্যটন দিবসে আগত পর্যটকদের জন্য আমরা বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশার করছি পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের ভ্রমণ উপভোগ করতে পারবে
কক্সবাজার প্রতিনিধি।। 























