
মেক্সিকোয় এক গির্জার ছাদ ধসে পড়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। সেইসঙ্গে আটকা পড়েছে অন্তত ৩০ জন। আজ সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ভেঙে পড়লে আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, গির্জার ছাদ ধসে পড়ার সময় সেখানে অন্তত ১০০ জন ছিলেন।
আটকে পড়াদের মধ্যে শিশুরাও আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গির্জার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের চারপাশে লোকের ভিড়। তারা আটকদের উদ্ধার জোর তৎপরতা দেখাচ্ছে। গতকাল রবিবার বিকেলে গির্জায় ধসের পর ঘটনাস্থলে জরুরি পরিষেবা অবস্থান করছে।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































