
বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কোয়ার্টার ফাইনালে খেলা। ২০১৫ সালে মাশরাফি বিন মোর্ত্তজার নেতৃত্বে পাওয়া সেই সাফল্য ছাপিয়ে এবার নতুন ইতিহাস গড়তে চায় বাংলাদেশ। প্রতিবেশী দেশ ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা হয়েছে। তাই টাইগার দর্শক-সমর্থকদের প্রত্যাশার পারদ অনেক উঁচুতে থাকবে- সেটাই স্বাভাবিক। এরই মধ্যে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়ে দিয়েছেন, চলমান বিশ্বকাপে সেমিফাইনালে খেলার লক্ষ্য তাদের। এ জন্য চার-পাঁচটি জয় তুলে নিতে হবে। বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বেলা ১১টায় হিমাচল প্রদেশের ধর্মশালার স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে। এ ম্যাচ দিয়েই ভারত বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে।
বিশ্বকাপের জন্য দল ঘোষণার পরপরই মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে বাংলাদেশের ক্রিকেট। তামিম
ইকবাল বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় বিতর্কের সৃষ্টি হয়। এ বিতর্ক পেছনে ফেলে বিশ্বকাপ খেলতে ভারতে গেছে সাকিব বাহিনী। মাঠের বাইরে কী হচ্ছে, কী না হচ্ছে না- এসব নিয়ে মাথা ঘামাননি টাইগাররা। সব বিতর্ক এক পাশে রেখে এখন বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশ। বড় কিছু অর্জনের জন্য দল ঐক্যবদ্ধ রয়েছে। অনুশীলনে সময় দেওয়ার পর দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছেন মুশফিক, মিরাজরা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে বেশ ভালোভাবেই। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায় বাংলাদেশ। যদিও এই দুই প্রস্তুতি ম্যাচে পায়ে চোট পাওয়ায় অংশ নেননি অধিনায়ক সাকিব আল হাসান। তবে চোট গুরুতর নয়, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। যদিও গত এশিয়া কাপে আফগানদের হারিয়ে সুপার ফোরে উঠেছিলেন সাকিবরা। তবে বিশ্বকাপের বড় মঞ্চে রশিদ, মুজিব, ফারুকিদের সামনে কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন বাংলাদেশের ব্যাটাররা। তা ছাড়া সম্প্রতি পারফরম্যান্সেও উজ্জ্বল আফগান- যোদ্ধারা। গত জুলাইয়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে তারা। সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে দলটি। সব মিলিয়ে অত সহজে আফগানিস্তানকে হারাতে পারবে না বাংলাদেশ। তবে আফগান বাধা পেরুতে পারলে পরবর্তী ম্যাচগুলো খেলা সহজ হয়ে যাবে টাইগারদের জন্য। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক বাংলাদেশের। বিশ্বকাপে যাওয়ার আগে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরেছে তারা। এর আগে আফগানিস্তানের কাছে সিরিজ হারের রেকর্ড রয়েছে। এশিয়া কাপে ভারতকে হারালেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে দল। এসব ছাপিয়ে বিশ্বকাপে জ্বলে ওঠার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।
বাংলাদেশ দলের প্রাণ সাকিব আল হাসান। তার কাঁধেই দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। গত বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সে দুনিয়া মাতিয়েছিলেন তিনি। এবার ভারতের মাটিতে নিজের সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য মুখিয়ে আছেন সাকিব। সবচেয়ে মজার বিষয়, যখন মাঠের বাইরের বিতর্কের তুঙ্গে থাকেন এই অলরাউন্ডার, তখন মাঠের লড়াইয়ে যেন তেড়েফুঁড়ে ওঠেন তিনি। বিশ্বকাপের মঞ্চেও সাকিব জ্বলে উঠবেন- এমন প্রত্যাশা সবার। অন্যদিকে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল না থাকায় উদ্বোধনী জুটি নিয়ে বিপাকে বাংলাদেশ। লিটনের সঙ্গে নবীন তানজিদ হাসান তামিমকে উদ্বোধনীতে নামানো হতে পারে। তবে টপ অর্ডারে নিজেকে প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজও। এখন কাকে রেখে, কাকে উদ্বোধনীতে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট- সেটিই দেখার বিষয়। আজ সকালে একাদশ চূড়ান্ত করা হবে। তবে মাহমুদউল্লাহর জন্য একাদশে জায়গা পাওয়া কঠিন হবে। হাথুরুসিংহে জানান, উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় হাই-স্কোরিং ম্যাচ হবে। বোলিং বিভাগকে শক্তিশালী করতে বাঁ-হাতি স্পিনার নাসুম একাদশে জায়গা পেতে পারেন। জয় পেতে সেরা একাদশ মাঠে নামাবে বাংলাদেশ।
স্পোর্টস ডেস্ক।। 





































