শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল, দুশ্চিন্তায় শচীন কন্যা?

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা শুভমান গিল। বাইশ গজে নিজের কারিশমার জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। তবে শিরোনামে উঠে আসার নেপথ্যে একমাত্র কারণ নয়। নিজের রঙিন প্রেমজীবনের কারণেও প্রচারের আলোয় তিনি। ‘সারাময়’ শুভমানের জীবন। একাধিকবার শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে নাম জড়িয়েছেন এই ক্রিকেটার।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। জানা গেছে, হাসপাতালে ভর্তি শুভমান গিল। শুভমানের অসুস্থতার খবরে নাকি চিন্তিত সারা। কী লিখলেন শুভমানের জন্য? খবর আনন্দবাজার অনলাইনের।

সারা ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন- ‘দ্রুত সেরে ওঠো শুভমান।’ এই প্রথম কোনো পোস্ট সারার, যা ইতোমধ্যেই ৪১ লাখ নেটাগরিক দেখে ফেলেছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এ পোস্ট করা হয়েছে তা শচীন-কন্যার বৈধ অ্যাকাউন্ট কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই! কারণ সারার অন্য বৈধ অ্যাকাউন্ট রয়েছে। এ অ্যাকাউন্টটি তার কোনো ফ্যান অ্যাকাউন্ট নাকি সম্পূর্ণ ফেক, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পোস্ট ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ধরে ফেলে অনেকেই।

চলতি বছরের প্রেমদিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা গিয়েছিল শুভমানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ক্রিকেটার প্রশ্ন করেন, ‘আজ যেন কোন দিন?’ শুভমানের ছবি বিশ্লেষণ করতে দেরি করেননি নেটাগরিকরা। ওই একই ক্যাফেতে ছবি তুলেছিলেন সারাও। ছবি কি তবে একেবারেই কাকতালীয়? নাকি সত্যিই প্রেম করছেন শুভমান ও সারা?

জনপ্রিয়

রাণীশংকৈলে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে মারধর, থানায় মামলা 

ডেঙ্গুতে আক্রান্ত শুভমান গিল, দুশ্চিন্তায় শচীন কন্যা?

প্রকাশের সময় : ০৫:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা শুভমান গিল। বাইশ গজে নিজের কারিশমার জন্য একাধিকবার শিরোনামে উঠে এসেছেন। তবে শিরোনামে উঠে আসার নেপথ্যে একমাত্র কারণ নয়। নিজের রঙিন প্রেমজীবনের কারণেও প্রচারের আলোয় তিনি। ‘সারাময়’ শুভমানের জীবন। একাধিকবার শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে নাম জড়িয়েছেন এই ক্রিকেটার।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। জানা গেছে, হাসপাতালে ভর্তি শুভমান গিল। শুভমানের অসুস্থতার খবরে নাকি চিন্তিত সারা। কী লিখলেন শুভমানের জন্য? খবর আনন্দবাজার অনলাইনের।

সারা ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন- ‘দ্রুত সেরে ওঠো শুভমান।’ এই প্রথম কোনো পোস্ট সারার, যা ইতোমধ্যেই ৪১ লাখ নেটাগরিক দেখে ফেলেছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এ পোস্ট করা হয়েছে তা শচীন-কন্যার বৈধ অ্যাকাউন্ট কিনা, তা নিয়ে সন্দিহান অনেকেই! কারণ সারার অন্য বৈধ অ্যাকাউন্ট রয়েছে। এ অ্যাকাউন্টটি তার কোনো ফ্যান অ্যাকাউন্ট নাকি সম্পূর্ণ ফেক, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পোস্ট ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ধরে ফেলে অনেকেই।

চলতি বছরের প্রেমদিবসে লন্ডনের একটি ক্যাফেতে দেখা গিয়েছিল শুভমানকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ক্রিকেটার প্রশ্ন করেন, ‘আজ যেন কোন দিন?’ শুভমানের ছবি বিশ্লেষণ করতে দেরি করেননি নেটাগরিকরা। ওই একই ক্যাফেতে ছবি তুলেছিলেন সারাও। ছবি কি তবে একেবারেই কাকতালীয়? নাকি সত্যিই প্রেম করছেন শুভমান ও সারা?