বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো

কয়েক মাস আগেই বাংলাদেশে এসে চমকে দিয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। এবার আরেক চমকের খবর জানা গেল। বাংলাদেশে আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। খবরটি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজকে বাংলাদেশে আনার দায়িত্ব নিয়েছিলেন শতদ্রু দত্ত। এবার তার হাত ধরে আসছেন রোনালদিনহো। ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন তিনি।

শতদ্রু দত্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোনালদিনহোর আসার খবর জানিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা… আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবো, যদি তিনি সময় দিতে পারেন।’

৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০১৫ সালে পেশাদার ফুটবলে বিদায় বলেন তিনি।

জনপ্রিয়

বছরজুড়ে যা যা করল ইবি ছাত্রদল

বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো

প্রকাশের সময় : ০৪:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

কয়েক মাস আগেই বাংলাদেশে এসে চমকে দিয়েছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ। এবার আরেক চমকের খবর জানা গেল। বাংলাদেশে আসছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। খবরটি নিশ্চিত করেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজকে বাংলাদেশে আনার দায়িত্ব নিয়েছিলেন শতদ্রু দত্ত। এবার তার হাত ধরে আসছেন রোনালদিনহো। ১৮ অক্টোবর ঢাকায় পা রাখবেন ২০০২ বিশ্বকাপজয়ী তারকা। ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা করবেন তিনি।

শতদ্রু দত্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রোনালদিনহোর আসার খবর জানিয়ে লিখেছেন, ‘আমার সোনার বাংলা… আমরা আসছি এবং এবার অবশ্যই বাংলাদেশ ফুটবলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে দেখা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবো, যদি তিনি সময় দিতে পারেন।’

৪৩ বছর বয়সী রোনালদিনহোকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের কাতারে রাখা হয়। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই খেলোয়াড় দুবার ফিফা বর্ষসেরা হওয়ার পাশাপাশি একবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০১৫ সালে পেশাদার ফুটবলে বিদায় বলেন তিনি।