
চলতি বিশ্বকাপে প্রথমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং মানেই প্রতিপক্ষের বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে যাওয়া। শ্রীলংকার বিপক্ষে রেকর্ড ৪২৮ রানের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও করেছে তিনশ’র ওপরে রান। আজ মঙ্গলবার বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে তুলেছে ৩৮২ রান।
আজকের ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ১৯ বার বল উড়িয়ে সীমানাছাড়া করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বাংলাদেশের বিপক্ষে কোনো ইনিংসে এর আগে এত ছক্কা মারার ঘটনা একবারই। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা বাংলাদেশের বিপক্ষে ১৯ ছক্কা মেরেছিল। তবে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। ১৯ ছক্কার মধ্যে ৭টি কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেন ৮টি ও ডেভিড মিলার মেরেছেন ৪টি ছক্কা।
রেকর্ড আরও গড়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৫ বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ ৪ বার ৩০০ রানের স্কোর গড়েছিল প্রোটিয়ারা। এবার সেই কীর্তি ছুঁয়ে ফেলল মাত্র পঞ্চম ম্যাচেই। এক আসরে সর্বোচ্চ ৬ বার ৩০০ রানের স্কোর গড়েছিল ইংল্যান্ড। সেটি ঘরের মাঠে ২০১৯ বিশ্বকাপে।
দক্ষিণ আফ্রিকা আজকে ৫ উইকেটে ৩৮২ রান করেছে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৮৬ রান করেছে ইংল্যান্ড, ২০১৯ সালে।
স্পোর্টস ডেস্ক।। 






































