
ইসরায়েলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এমনটা জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে একদিনে এত মৃত্যু দেখেনি গাজাবাসী।
তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাঁরা চারশোটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় কয়েকজন হামাস কমান্ডার নিহত হয়েছে। হামাস নতুন করে দুজন জিম্মিকে মুক্তি দেওয়ার পরও হামলার তীব্রতা কমানো হবে না বলেও জানায় তাঁরা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গাজার চারশোর বেশি জায়গায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস ও রাফাহ এলাকায় এসব হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর গাজার উত্তরাঞ্চল থেকে বহু মানুষ এই এলাকাগুলোতে আসে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামাসের নজিরবিহীন হামলার ঘটনায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এরপর থেকে ১৭ দিন ধরে গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এসব হামলায় প্রায় ৫ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহতের দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে বিদ্যুৎ, পানি, ওষুধ ও কর্মী সংকটের কারণে গাজায় আরও একটি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহের জন্য একটি নিরাপদ ও টেকসই ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































