সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির মহাসমাবেশ,রাজধানীতে আরও ২৭ নেতা কর্মী গ্রেপ্তার

  • ঢাকা ব্যুরো।।
  • প্রকাশের সময় : ০২:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ১৪৯

বিএনপির মহাসমাবেশ সামনে রেখে রাজধানীসহ সারা দেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে পুলিশ দাবি করেছে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অঙ্গ সংগঠনের ২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।

দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক বার্তায় এই গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন।

বিএনপি নেতা খায়রুল কবির খোকনের গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেছেন, ‘খায়রুল কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন বলেন, ‘মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না। বিএনপির যেসকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।’

এদিকে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে দলটি। গতকাল বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি সূত্র জানায়, গতরাতে চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাজী মো. মনিউর রহমান মনির, একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ওয়ারী থানাধীন ৪১ নং ওয়ার্ড বিএনপির নেতা প্রদিপ আহমেদ, বংশাল থানাধীন ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে।

নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানির বিষয়ে বিএনপির দাবিকে অমূলক বলছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘ডিএমপির ওসি ও ডিসিদের সেই সকল ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে কেবল মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া যারা নাশকতা করতে পারে, এমন ব্যক্তিদের গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে, কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

জনপ্রিয়

ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনপির মহাসমাবেশ,রাজধানীতে আরও ২৭ নেতা কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

বিএনপির মহাসমাবেশ সামনে রেখে রাজধানীসহ সারা দেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে পুলিশ দাবি করেছে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অঙ্গ সংগঠনের ২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।

দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক বার্তায় এই গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন।

বিএনপি নেতা খায়রুল কবির খোকনের গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেছেন, ‘খায়রুল কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন বলেন, ‘মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না। বিএনপির যেসকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।’

এদিকে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে দলটি। গতকাল বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপি সূত্র জানায়, গতরাতে চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাজী মো. মনিউর রহমান মনির, একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ওয়ারী থানাধীন ৪১ নং ওয়ার্ড বিএনপির নেতা প্রদিপ আহমেদ, বংশাল থানাধীন ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে।

নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানির বিষয়ে বিএনপির দাবিকে অমূলক বলছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘ডিএমপির ওসি ও ডিসিদের সেই সকল ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে কেবল মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া যারা নাশকতা করতে পারে, এমন ব্যক্তিদের গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে, কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।’