
পর্যটনের মাধ্যমে অর্থনৈতিক সংকট কাটানোর চেষ্টা হিসেবে সাতটি দেশের নাগরিকদের ফ্রি ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে শ্রীলঙ্কার সরকার। দেশগুলো হল চীন, ভারত, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।
শ্রীলঙ্কার গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, একটি পাইলট প্রকল্পের আওতায় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এসব দেশের পর্যটকরা ফ্রি ভিসায় শ্রীলঙ্কায় সফর করতে পারবেন। শ্রীলঙ্কার ভিসার জন্য তাদের পয়সা গুনতে হবে না। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যসংকটে টালমাটাল পরিস্থিতিতে গত বছর রাজনৈতিক পট পরিবর্তন হয় শ্রীলঙ্কার। বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে নিজেদের খেলাপি ঘোষণা করে পর্যটননির্ভর দেশটি। এখন সংকট উত্তরণে এই খাতে চলছে জোর প্রচেষ্টা। ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটকের আগমন ঘটানোর লক্ষ্য রয়েছে সরকারের।
সামনে শীত, যখন পর্যটকদের আগমন ঘটে সবচেয়ে বেশি। তাই বছর শেষে এই হিসাব ১৫ লাখে ঠেকার প্রত্যাশা করছে সরকার।
আন্তর্জাতিক ডেস্ক।। 







































