
বিশ্ব ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় ব্যালন ডি’অরকে। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন প্রতিবছর এই মর্যাদার পুরস্কার প্রদান করে। ১৯৫৬ সালে শুরু হয়ে ৬৭ বছর ধরে চলছে এই পুরস্কার প্রদান। যা সময়ের সঙ্গে সঙ্গে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে বাংলাদেশ সময় রাত ২টায় ঘোষণা করা হবে ২০২৩ ব্যালন ডি’অর জয়ীর নাম। মেগা অনুষ্ঠানটি বাংলাদেশ থেকে দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়াও সনি লিভ অ্যাপেও দেখতে পারবেন দর্শকরা। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের ইউটিউব চ্যানেল থেকেও দেখতে পারবেন ব্যালন ডি’অর অনুষ্ঠান।
প্রায় ৭ দশকের ইতিহাসে দ্বিতীয়বারের মতো মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হবে ব্যালন ডি’অর। বাংলাদেশ সময় রাত ১২টা থেকেই প্যারিসের রেড কার্পেটে উপস্থিত হতে শুরু করবেন ফুটবলার ও কিংবদন্তিরা। রাত ২টার সময় ঘোষণা করা হবে কাঙ্ক্ষিত ব্যালন ডি’অর বিজয়ীর নাম। মেগা এই অনুষ্ঠানে ব্যালনের পাশাপাশি নারী বর্ষসেরা ফুটবলার, নারী ও পুরুষ বিভাগে সেরা কোচ, তরুণ ফুটবলারদের কোপা ট্রফি এবং গোলকিপারদের লেভ ইয়াসিন ট্রফি পুরস্কার প্রদান করা হবে। এর বাইরে সেরা স্ট্রাইকার এবং মাঠের বাইরের অবদানের জন্য সক্রেটিস ট্রফিও দেওয়া হবে।
এবারের ব্যালন ডি’অরের পুরস্কার জয়ের তালিকায় সবচেয়ে বড় নাম লিওনেল মেসি। বেশকিছু ইউরোপিয়ান সংবাদমাধ্যম ইতোমধ্যেই নিশ্চিত করেছে, ব্যালন ডি’অর-২০২৩ পেতে যাচ্ছেন সাতবারের বিজয়ী লিওনেল মেসি। কাতারে বিশ্বকাপ জেতার কারণে রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন এলএমটেন।
বার্তাকণ্ঠ ডেস্ক 







































