রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে ২০৪ রানে অলআউট বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২০৪ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি টাইগাররা।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হেরে যাওয়ায় সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের।

আজকের আগে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম পজিশনে আছে বাংলাদেশ। আজ পাকিস্তান, পরের দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা আটের মধ্যে থেকে আসর শেষ করতে পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ। এর ব্যতিক্রম হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে যাবে টাইগাররা।

তবে পাকিস্তান বিশ্বকাপ শুরুর আগে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে তারা সরাসরি খেলবে।

ভারতে চলমান বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারায়। এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান।

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে থাকা পাকিস্তান আজ বাংলাদেশ আর পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে এগোতে চায়।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৬ রানেই ২ উইকেট হারানোর পর দলীয় ২৩ রানে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটও হারায় বাংলাদেশ।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ওপেনার লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ২০.৫ ওভারে দলীয় ১০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তার আগে ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে ফেরেন লিটন দাস।

এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ বলে মাত্র ২৮ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে করেন ৫৬ রান।

৬৪ বলে চার বাউন্ডারিতে ৪৩ রান করে ফেরেন সাকিব। ৩০ বলে ২৫ রান করেন মিরাজ। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান যখন আউট হন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৪৩.৩ ওভারে ২০৪ রান।

পাকিস্তানের হয়ে ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮.১ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন হারিস রউফ।

জনপ্রিয়

যশোরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাকিস্তানের বিপক্ষে ২০৪ রানে অলআউট বাংলাদেশ

প্রকাশের সময় : ০৮:০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে ২০৪ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি টাইগাররা।

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা পাঁচ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হেরে যাওয়ায় সেমিফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের।

আজকের আগে ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম পজিশনে আছে বাংলাদেশ। আজ পাকিস্তান, পরের দুই ম্যাচে শ্রীলংকা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা আটের মধ্যে থেকে আসর শেষ করতে পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পারবে বাংলাদেশ। এর ব্যতিক্রম হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শক হয়ে যাবে টাইগাররা।

তবে পাকিস্তান বিশ্বকাপ শুরুর আগে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে তারা সরাসরি খেলবে।

ভারতে চলমান বিশ্বকাপে পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস ও শ্রীলংকাকে হারায়। এরপর টানা চার ম্যাচে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে যায় পাকিস্তান।

৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে থাকা পাকিস্তান আজ বাংলাদেশ আর পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে সেমির পথে এগোতে চায়।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৬ রানেই ২ উইকেট হারানোর পর দলীয় ২৩ রানে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটও হারায় বাংলাদেশ।

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ওপেনার লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ২০.৫ ওভারে দলীয় ১০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তার আগে ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে ফেরেন লিটন দাস।

এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ বলে মাত্র ২৮ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে করেন ৫৬ রান।

৬৪ বলে চার বাউন্ডারিতে ৪৩ রান করে ফেরেন সাকিব। ৩০ বলে ২৫ রান করেন মিরাজ। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান যখন আউট হন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৪৩.৩ ওভারে ২০৪ রান।

পাকিস্তানের হয়ে ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮.১ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন হারিস রউফ।