বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সিকান্দার রাজা

আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই। তার আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে অধিনায়ক ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে। তার আগে অনুষ্ঠিত হবে বাছাই।

এতদিন ক্রেইগ আরভিন সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে ছিলেন। রাজা সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব পাওয়ায় আরভিন এখন শুধু টেস্ট আর ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন।

রাজাকে অধিনায়ক করার পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে তারা। ডেভ হিউটনকে হেড কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে। বাছাইয়ের কথা মাথায় রেখে তাকে রাখা হয়েছে নির্বাচক প্যানেলেও। সঙ্গে আহ্বায়ক হিসেবে থাকছেন ডেভিড মুটেন্ড্রা। সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরাকে প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাইয়ের পর সেই পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সমাধিতে প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধাঞ্জলি

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সিকান্দার রাজা

প্রকাশের সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই। তার আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে অধিনায়ক ঘোষণা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে। তার আগে অনুষ্ঠিত হবে বাছাই।

এতদিন ক্রেইগ আরভিন সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে ছিলেন। রাজা সংক্ষিপ্ত ফরম্যাটে দায়িত্ব পাওয়ায় আরভিন এখন শুধু টেস্ট আর ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন।

রাজাকে অধিনায়ক করার পাশাপাশি আরও কিছু সিদ্ধান্ত নিয়েছে তারা। ডেভ হিউটনকে হেড কোচ হিসেবে রেখে দেওয়া হয়েছে। বাছাইয়ের কথা মাথায় রেখে তাকে রাখা হয়েছে নির্বাচক প্যানেলেও। সঙ্গে আহ্বায়ক হিসেবে থাকছেন ডেভিড মুটেন্ড্রা। সাবেক অধিনায়ক এলটন চিগুম্বুরাকে প্যানেলের তৃতীয় সদস্য হিসেবে রাখা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বাছাইয়ের পর সেই পারফরম্যান্সের পর্যালোচনা করা হবে।